একজন অলস মানুষ আমি
Windows Vista এর দৃস্টিনান্দনিক চেহারার পাশে Windows XP যেন অনেকটাই বেমানান। তবে চিন্তা নেই। চাইলে xp কে ও দৃস্টিনন্দন করা সম্ভব। Windows XP'র Hard disc drive গুলোর পটভূমিতে আমরা খুব সহজেই image যোগ করতে পারি। প্রথমে Notepad চালু করুন এবং নিচের কোডগুলো লিখুন। সবশেষে Desktop.ini নামে save করুন।
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
iconarea_image=12.bmp
iconarea_text=0*00FFFFFF
এখানে 12.bmp এরস্থানে আপনার image এর নাম এবং format লিখুন। এবার Desktop.ini ফাইলটি এবং আপনার image টিকে copy করে c,d,e,f ইত্যাদি যেকোন Drive এ Paste করে Refresh করুন । দেখুন ঐ Drive এর পটভূমিতে আপনার image টি যুক্ত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।