কবিতা ও যোগাযোগ
'সত্তরে কবি উত্তম দাশ'
স্থান : রবীন্দ্রভবন, ঋষি বঙ্কিমনগর, বারুইপুর, কলকাতা ১৪৪
তারিখ ১৩ ডিসেম্বর ২০০৯, সময় : বিকেল ৪টা
উদ্বোধক : শ্যামলকুমার সেন, প্রাক্তন প্রধান বিচারপতি ও প্রাক্তন রাজ্যপাল, পশ্চিমবঙ্গ; সভাপতি, মানবাধিকার কমিশন
সভাপতি : অধ্যাপক ড. উজ্জ্বলকুমার মজুমদার
প্রধান অতিথি : কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী
বাংলাদেশের অতিথি বক্তা : আবদুল মান্নান সৈয়দ, মাহবুব সাদিক, মুহম্মদ নূরুল হুদা, ফরিদ আহমেদ দুলাল, মাহমুদ কামাল ও তপন বাগচী
ভারতের অতিথি বক্তা : অমিয় ভটআচার্য, তরুণ সান্যাল, আনন্দ ঘোষহাজরা, সুমিতা চক্রবর্তী, চিত্তব্রত পালিত, নবকুমার শীল ও শক্তি রায়চৌধুরী
গ্রন্থপ্রকাশ : ১. 'উত্তম দাশ : মনে ও মননে' ২. 'সত্তরে কবি উত্তম দাশ
আয়োজক : সত্তরে কবি উত্তম দাশ সংবর্ধনা কমিটি
কলকাতার আশেপাশে যাঁরা আছেন, তাঁদেরকে জানিয়ে রাখলঅম। সুযোগ পেলে আসতে পারেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।