ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
মনের কথা বলব কি আর মনেই না হয় থাক,
সারাটি জীবন এমনি করে কেঁদেই না হয় যাক।
তুমি আছ এই মনেতে এতেই আমার সুখ,
পাবোনা তোমায় আর কখনো ভাবলে লাগে দুখ।
শত দুঃখে ভেবে তোমায় একটু আলো পাই,
সেই আলোর পথ ধরে মরণযাত্রায় যাই..
মরণযাত্রার শুভক্ষণে নিয়ে সবার বিদায়,
যাত্রা শুরু করতে গিয়ে একটু বাঁধা পায়।
চমকে উঠে হঠাৎ তোমায় দেখি আমার মনে,
সুখের আলোয় ভাসি আমি শেষ বেলারও ক্ষণে।
শেষ বেলার শেষ যাত্রায় তোমায় যখন পেলাম,
মরার পরেও পাওয়ার স্বপ্ন সাথেই নিয়ে গেলাম...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।