আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর ছড়া ঃ জলবায়ু পরির্বতন



সারাটা বিশ্বে যে ভাবে হচ্ছে জলবায়ু পরিবর্তন বিপর্যয়ের মুখোমুখি তাই মানব জন জীবন বড় দেশ গুলো করতে সাধন নিজেদের উন্নতি বিনাশ করছে পরিবেশ আর বাড়াচ্ছে ক্ষয় ক্ষতি তাদের নানান কর্মে হয়েছে বিষাক্ত পরিবেশ তাই বিলুপ্ত হয়ে যেতে পারে বিশ্বের বহু দেশ পরিবর্তন হচ্ছে যে ভাবে পৃথীবির জলবায়ু পরিবেশ জুড়ে বাড়ছে দুষন কমছে লোকের আয়ু যন্ত্র দানব , আনবিক বোমা বাতাস করছে গ্রাস কিছু দিন পরে নেয়া দায় হবে মানুষের নিঃশ্বাষ পৃথীবির তাপে বরফ পাহাড় যে ভাবে যাচ্ছে গলে মানব বসতি অচিরেই যাবে গহীন সাগর তলে পরিবেষের এই দুষনে হচ্ছে বিশ্বে খাদ্য ঘাটতি দরিদ্র সব দেশ জুড়ে তাই বাড়ছে লোকের আর্তি রোগ ব্যাধি আর খাদ্যের অভাবে বাড়ছে যে হাহাকার তাই দেশে দেশে জলবায়ু নিয়ে হচ্ছে যে সেমিনার বড় বড় এই সেমিনার জুড়ে উন্নত দেশ গুলি আপন স্বার্থে এখনো দিচ্ছে মনগড়া সব বুলি কোপেনহেগেনে এ নিয়ে চলছে মিটিং বর্তমানে ভোক্তভুগিরা তাকিয়ে রয়েছে সকলে সে দিক পানে ক্ষতিগ্রস্হ দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ অন্যের দোষে আমরা হচ্ছি জ্বলে পুড়ে নিঃশেষ কোপেনহেগেন বৈঠকে তাই শোর তোলা প্রয়োজন উন্নত সব দেশ যেন দেয় সকল ক্ষতিপুরণ ।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।