আমাদের কথা খুঁজে নিন

   

চাওয়া

কবিতার ছেলে।

গায়ের রঙ্গে হোক সে কালো উচ্চতায় হোক বেটে মনের রঙ্গে ছড়িয়ে আলো মন্দ ফেলুক ছেটে। শরীরটা তার হোক না মোটা না থাক টাকা করি একটু খানি সুখছোয়া চাই চাইনা সোনার ভরি। সোনার চামুচ মুখে নিয়ে না হয় জন্ম নাহোক হীড়ের চামুচ মুখে নিতে হোক সে বার্তা বাহক। কাপড় তাহার অমুল্য থাক কি এসে যায় তাতে ধ্যানে জ্ঞানে মুল্য তাহার অহিংসা থাক হাতে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।