আমাদের কথা খুঁজে নিন

   

চাওয়া

তুমি অতি অসাধারন সন্ধ্যেগুলোর মত, পুড়তে থাকা অকাল গ্রীষ্মের প্রথম বৃষ্টি।
তুমি হঠাৎ বেজে ওঠা অনেক দিনের ভুলে যাওয়া প্রিয় কোন সুর।
বিধাতার শাশ্বত সৃষ্টি, আমার অমর নেফারতিতি।
দেখো, আকাশ কালো করে রেখেছ, চাইলে বিপুলানন্দে ভরিয়ে দিতে পারতে যা।
একটি ... শুধু একটি হাসির অপেক্ষায়,
শুধু একটি হ্যা এর অপেক্ষায়।


কিংবা হ্যা ও চাই না, শুধু একটি ইঙ্গিতের অপেক্ষায়।

চায়ের কাপের প্রথম চুমুক,
বন্দী ভাবনাগুলোকে মুক্ত করে দেয়া সিগারেটের প্রথম টান।
তুমি প্রথম পূর্ণিমা দেখা, তুমি তোমারই অকারন বারণ।
তুমি মানতে না চাওয়া আমার অসীম চাওয়াগুলো।
যাদের পরিসীমা জ্যামিতিক সূত্র মেনে চলে না।


আমি এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারিনি।
ভয় পাই, যদি পৃথিবীকেই ছাড়িয়ে যায়?
তুমি আমার সমর্থন পাওয়া ইতিহাসের প্রথম ও শেষ ডিক্টেটর।


চাই তো অনেককিছুই।
চাই সমস্ত গ্রহে নীহারিকায় গ্যালাক্সিতে তোমার বানানো আইন জারি করে দিতে।
চাই রাজকীয় নোটিশ পাঠাতে- তুমি এ গ্যালাক্সির একচ্ছত্র ডিক্টেটর।


বিনিময়ে শুধু এটুকুই চেয়েছিলাম,
ব্যস্ত কোন দিনে হঠাৎ দেখা হয়ে গেলে
লিফটের সামনে “কেমন আছো?”- এইটুকু প্রশ্নের এটুকু উত্তর, “হুম ভালো”।
আমি জানি এটুকুতেই রঙিন হয়ে যেতাম,
এতো এতো রঙ যে তা ফেরী করতে পারতাম দেশে দেশে দেশে,
আন্তগ্যলাক্টিক সুখের রপ্তানিও হয়তো হয়ে যেতো।

একবার বলে দেখো, পৃথিবীর সব আইন ভেঙ্গে আসতে পারি।
পারিনা শুধু তোমার বানানো আইন ভাঙতে।
পারিনা টপকে আসতে একই ফ্লোরে প্রতিদিন দেখা তোমার
আর আমার মাঝে গড়ে তোলা প্রাচীন দূর্ভেদ্য অদম্য দেয়াল।


কত সাহস করেছি সে দেয়াল ভেঙে আসবোই।
হাতে হাত রাখতে না পারি, পাশে বসে দুটো কথা তো বলবো।
কিন্তু পারিনি, হয়তোবা সাহস নেই।
সাহস নেই এ কথা বলার তোকে আমার চাই-ই চাই।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।