"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
চাওয়া
আমি দস্যি হতে চাইলেই-
তুমি মমতা দিয়ে শাসন করো,
আমি বিনাবাক্যে কেমন শান্ত হয়ে যাই।
আমি বাঁধনহারা হতে চাইলেই-
তুমি নীড়ের স্বপ্ন দেখাও,
আমি নিজের মধ্যে কেমন গুটিয়ে যাই।
আমি আকাশ ছুঁতে চাইলেই-
তুমি হাতটা বাড়িয়ে দাও,
আমি অন্যরকম এক প্রশান্তি খুঁজে পাই।
আমি বৃষ্টিতে ভিজতে চাইলেই-
তুমি মিষ্টি সুরে বরষার গান গেয়ে ওঠো-
আমি ভিজে যাই তোমার সুরের মূর্চ্ছণায়।
আমি স্বপ্ন দেখতে চাইলেই-
তুমি আমার চোখে ঘুম সাজিয়ে দাও,
আমি স্বপ্নের মাঝেও তোমাকে পাই।
আমি একটু ভালবাসা চাইলেই-
তুমি কাঙ্গালীনি বলে নিজের পরিচয় দাও,
আমি নির্ভয়ে দারিদ্ররেখা ছুঁতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।