আমাদের কথা খুঁজে নিন

   

জানি তুমিও...

সময়কে কাধে নিয়ে চলো বন্ধু

আরো একটি বছর গত হবে কিছুদিন পর তোমাকে উৎসর্গ করে প্রতি বছর একটি করে ডায়রী কেনা আমার অভ্যাস। কিছুক্ষণ পূর্বে যখন ডায়রীটা সেলফ থেকে বের করলাম- কিছু পাতা উল্টানোর পর আমার চোখ যেন কোথায় হারিয়ে গেল জীবনের অস্ফুট দিগন্তজুড়ে পাললিক মন আমার ভেসে বেড়াতে লাগলো। অসীম আকাশের নিচে ছাদে যখন বিকেলে উঠতাম তখন তোমার সরব উপস্থিতি দেখতে পেতাম তোমার ছাদে। আমাকে ছাদে দেখে তুমি যেন তোমার বান্ধবীদের সাথে আরো বেশি উল্লাসে ফেটে পড়তে। মঞ্চ, আড্ডায়, সব সময় শুধু তোমার কাছে ঘেষার এক অতৃপ্ত প্রয়াস আর তুমি। স্কুলে যাবার সময় যখন আমাকে রাস্তায় দেখতে তখন এমন এক ভাব করতে যেন আমি কে তুমি চিনো না। কিন্তু তোমাকে ক্রস করে একটু পর যখন পিছু ফিরে দেখতাম দেখি তুমিও আমার হাটার পথে পিছু ফিরে চাইছো। কোন অনুষ্ঠানে তোমার উপস্থিতি দেখলে ক্যামেরাটা আমার যেন হঠাৎ ঝলসে উঠতো সৃষ্টির উল্লাসে আর আমি গোপনে বা ওপেনে তোমার হাসিটুকু খোজতাম। তুমি কখনো আহলাদের সুরে বলতে দেখি কি ছবি তুললে... পলে পলে হারিয়ে দাও অজান্তে -- হারিয়ে যাচ্ছে সময়, তারুণ্য আর উদ্দমতা কিন্তু আমি হারাতে চাইনা তোমাকে যদিও আমি জানি তুমিও...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.