আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে।
বরফ পড়তে শুরু করেছে। বাইরে কনকনে শীত। দিনরাত তাই ঘরে বসে থাকি। কাচের জানালা খোলারও জো নেই কোনো।
বিশুদ্ধ বাতাস তাই বড়ই আরাধ্য এখন। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। রাতে ঘুমিয়ে পড়লেও ঘুম ভেঙ্গে যায়, মনে হয় কেউ নাকে বালিশ চাপা দিয়েছে। জানালা দিয়ে দিনের বেলা সূর্যের মিহি আলো এসে উঁকি দেয়। পূর্ব প্রান্তের দেশগুলোতে আলো দিয়ে সূয্যি মামা যে কত ক্লান্ত তা বেশ বুঝতে পারি! আমার তাতে আক্ষেপ হয় না কোনো।
লোডশেডিং এর দেশগুলোতেই তো তাকে বেশি সময় দিতে হবে!
শ্বেত-শুভ্র তুষারকণাগুলোই যেন মাঠ-ঘাটের রাজা হয়ে থাকে এখন। নির্মোহ সূর্যটা আজ পরাজিত এক দর্শক যেন!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।