আমাদের কথা খুঁজে নিন

   

শামীম আজাদের গতরাতের কবিতা



নীরাজন দু'হাত ভরা র্পূণিমার ছোট ছোট চারা বাহুর চামুচে শুধু তারা আর তারা এমনই চন্দ্রদরিয়া জন্মকালে জংধরা স্নায়ুকুন্ডগুলো পৃথিবীর প্রথম প্রশবের মত খুলেছিলো আছাড়িয়া আরকি শুনেছি আমি কোনো নিকৃষ্ট মানবের কিরা মেঘের মলাটে নিয়েছি নিজেরে ঢাকিয়া! আদি কবি ও পিরানী আমি কন্যা জাহানারা আনোয়ারা সর্ব মঙ্গলা বাহির ও অন্তর চান্দের রুহানী নিয়া কর্ষন করিয়াছি এক হাজার শ্রাবণের চর জলছড়া বেঁধে উঁকি দিয়ে দেখিয়াছি ব্রীজদের বালখিল্য ক্রীড়া কৌশল অর্ধম দাঁড়িয়ে আছে শ্মশ্রু ও শ্লাঘা হাতে পলি ঘেরা ঘাসের ওপর পুড়ে যাচ্ছে মাতাদের জ্বর ও জারুলের ঘর বাতাসের দেহব্যপী এত দাগ এত কক্কাল মৃত্যুও রাগ করে আছে ঘোড়ার নবীন কেশরগুলো কফিনের আঁশ হয়ে গেছে চারাগুলো বেদনায় জর জর ভেসে যাচ্ছে জৈবালয় জীবাশ্ম সোনা সোনা খড় গন্ধরাজ বেলী চামেলী পাথর পরিষেবি পাখির ঠোকড়ে এখনই ফাটাবো ফস্ফরাস কবিতার কটি ছেনে ক্রিমি ও কীটের হাতল লাফিয়ে পড়বে পূবে পৈরদাদার আরদ্ধ যুদ্ধ ও ঝড় কবোষ্ণ কাল গুঁড়ো হয়ে গেলে দু'একটা বক তবু কালো থেকে যাবে জানি বাঁশখালি গ্রামে এস হাঁপাবে পুরাতন মগজ জন্ম নেবে নতুন দাখিলী ও দর তবু জাহানারার চিকন আগুন আর এ মাটির আধ্যাতিক গুন স্মৃতি জালিয়াতি ছিঁড়ে বেওয়ারিশ সাপের পোশাক ছুড়ে ফেলবে চক্ষুষ্মান হবে চরাচর দীঘি জলে খেলবে আবার উষ্ণ কাজল লন্ডন ২৬ নভেম্বর ২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।