আমাদের কথা খুঁজে নিন

   

প্রক্টরের বিতর্কিত ভূমিকায় নিন্দা ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচারে ভিসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজেকে হারায়ে খুজি। পাই না কভু

প্রক্টরের বিতর্কিত ভূমিকায় নিন্দা ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচারে ভিসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিশ্ববিদ্যালয় রিপোর্টার : দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে সোমবার ভিসি'র কাছে স্মারকলিপি পেশ, মৌনমিছিল ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। এছাড়া হামলায় জড়িতদের বিরুদ্ধে রোববার রাতে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। একই দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এদিকে রোববার রাতেই সাংবাদিক সমিতির জরুরি এক সাধারণ সভায় সাংবাকিদের ওপর হামলার ঘটনা ও এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কেএম সাইফুল ইসলামের বিতর্কিত ভূমিকার জন্য নিন্দা প্রস্তাব জানানো হয়।

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে এক বৈঠকে সমিতির নেতৃবৃন্দ ও ক্যাম্পাসের কর্মরত সাংবাদিকরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় নেতৃত্বদানকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে একাডেমিক শাস্তি ও প্রক্টরের ভূমিকার সমালোচনা করেন। ভবিষ্যতে প্রক্টরের বিতর্কিত ভূমিকা থেকে বিরত থাকতে ভিসির কাছে লিখিত স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে হামলায় নেতৃত্বদানকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে একাডেমিক শাস্তি ও ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সহ্য করা হবে না। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিসি উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এটা কোনক্রমেই মেনে নেয়া যায় না। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন। উল্লেখ্য, রোববার বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এক ছাত্রকে নির্যাতনের সময় সংবাদ সংগ্রহকালে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় সংবাদ সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও শহীদুজ্জামান আহত হন। এ সময় প্রক্টরের নেতৃত্ব শতাধিক পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেন। ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জসিম উদ্দিনের ইন্ধনে ও উপস্থিতিতে ছাত্রলীগের এফএইচ হলের সভাপতি মারুফ জামান কল্লোলের নেতৃত্বে সাংবাদিকদের মারধর করে ছাত্রলীগের ক্যাডাররা।

ঘটনার সঙ্গে জড়িত জসিমউদ্দিন ভূঁইয়া, মারুফ জামান কল্লোল ও জহুরুল হক হলের ছাত্রলীগ নেতা শাহরিয়ারসহ আরও ২০/২৫ জনের বিরুদ্ধে গতকাল সোমবার শাহবাগ থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। মামলা নং ৫০(২৩/১১)। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহজাহান শুভ ও সাধারণ সম্পাদক রিয়াদুল করিম মঙ্গলবারের মানববন্ধনে ক্যাম্পাসে কর্মরত সকল সাংবাদিকের অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.