মঙ্গলবার সন্ধ্যায় ড. জাহাঙ্গীর সরকারের পদত্যাগের খবর জানান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের ডিন ড. আবুল হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল (এসিসিই) বিভাগের ডিগ্রিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে রূপান্তর করাসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এরপর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করতে থাকে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রক্টরসহ কয়েকজন শিক্ষক তাদেরকে লক্ষ্য করে ভবনের ভেতর থেকে ইটের টুকরা নিক্ষেপ করেন। তারা ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টারের পত্যাগের দাবিতেও বিক্ষোভ শুরু করেন।
সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আবুল হোসেনসহ কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে প্রক্টরের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এক মাসের দাবি পূরণের আশ্বাস দেন।
এরপর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন এবং প্রশাসনিক ভবনে তালা খুলে দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।