আমাদের কথা খুঁজে নিন

   

মসজিদ সৎ ও চরিত্রবান মানুষ তৈরির প্রজনন কেন্দ্র -মাওলানা নূরী

নিজেকে হারায়ে খুজি। পাই না কভু

মসজিদ সৎ ও চরিত্রবান মানুষ তৈরির প্রজনন কেন্দ্র -মাওলানা নূরী চট্টগ্রাম অফিস :বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম মহানগরী সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, মসজিদ দুনিয়ার সর্বোচ্চ মর্যাদার স্থান ও সৎ চরিত্রবান মানুষ তৈরির প্রজনন কেন্দ্র আর ইমামগণ হচ্ছেন কারিগর তাই ইমামদেরকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে প্রচলিত ইসলাম বিরোধী চিন্তা ধারার মোকাবিলায় কুরআন হাদীসের আলোকে প্রযুক্তি ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে সরলপ্রাণ মুসলমানদেরকে ঈমান আকিদা বিনষ্টের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ মসজিদ মিশন চান্দগাঁও থানার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুর রশীদ নূরী উপরোক্ত কথা বলেন। গতকাল সোমবার সকালে বহদ্দারহাটস্থ কার্যালয়ে চান্দগাঁও থানা মসজিদ মিশনের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ।

প্রধান বক্তা ছিলেন মসজিদ মিশন মহানগরী সেক্রেটারি মাওলানা মুফতি মুহাম্মদ ইসহাক। অতিথি ছিলেন মহানগরী মসজিদ মিশনের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিন আনোয়ারী। বক্তব্য রাখছেন মাওলানা মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা আবুল কাসেম জিহাদী, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা ক্বারী নূরুল আবচার, মাওলানা রিদওয়ানুল হক প্রমুখ। মাওলানা মুফতি মুহাম্মদ ইসহাক বলেন, সমাজে এক শ্রেণীর আলেম নামের কিছু লোকেরা বিদআত ও ধর্মীয় কুসংস্কারগুলোকে ছাওয়াবের কাজ বলে চালিয়ে দিয়ে মুসলমানদেরকে বিভক্ত করছে। অথচ তাদের নিকট কুরআন হাদীসের কোন দলিল নেই।

তিনি ঐ সকল সুবিধাভোগী ঈমান হরণকারী আলেমদের কাছ থেকে দূরে থাকার জন্য মুসলমানদের প্রতি আহবান জানান। সম্মেলনে ২০০৯-২০১১ সেশনের জন্য উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কুরবান আলীকে সভাপতি ও মাওলানা মুহাম্মদ আবুল কাসেম জিহাদীকে সেক্রেটারি করে ১৫ সদস্য বিশিষ্ট মসজিদ মিশন চান্দগাঁও থানা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.