জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব
গতকাল একটি খবর দেখলাম:
" বঙ্গবন্ধুর হত্যা মামলার আসামীদের মৃত্যুদন্ড কার্যকর না করার আহবান জানিয়েছে অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল। "
তারা বলছে "যে কোনো ধরনের অপরাধের জন্য মৃত্যুদন্ডের বিরোধী অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল।"
কিন্তু বিভিন্ন দেশের উচ্চ আদালতের রায়ে কোন কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করা যায়, তা বলা আছে। এখানে তিনটি শর্ত রয়েছে। নিষ্পাপ শিশু, অসহায় নারী ও জননন্দিত নেতাকে হত্যা করা হয়, তাহলে ফাঁসি কার্যকরের নজির রয়েছে। ১৫ আগস্টের ঘটনায় এই তিনটি শর্ত বিদ্যমান।
বুঝলাম না ১৫ আগস্টে যখন শিশু রাসেল খুন হয় তখন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল কোথায় ছিল ?
যখন ১৫ আগস্টে যখন একজন গর্ভবতী মা ( মাফ করবেন নামটা ভুলে গেছি ) গুলিবিদ্ধ হয়ে মারা যায় তখন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল কোথায় ছিল ?
আচ্ছা দেশের কথা বাদ দিলাম
বুশ যখন সাদ্দাম কে হত্যা করেছিল তখন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল কোথায় ছিল ?
২০শে মার্চ ২০০৩ সালে যখন বুশ আফগানিস্তানে আক্রমন করে তখন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল কোথায় ছিল ?
যখন একটা স্বাধীন রাষ্টে (আফগানিস্তান ও ইরাক) অন্য একটি রাষ্ট্রের লাখের উপর সৈন্য থাকে , ইচ্ছামত মানুষ হত্যা করে তখন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল কোথায় থাকে ?
যখন ১৯৪৮ সালে ইহুদীরা উড়ে জুড়ে বসে ফিলিস্তিনের বুকে এবং ফিলিস্তিনিরা যখন নিজের দেশ ফিরে পাবার জন্য আর্তনাদ করায় সবাই তাদের এই চাওয়াকে সন্ত্রাসী তৎপরতা বলে অভিহিত করছে তখন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল কোথায় থাকে ?
যখন গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে শান্তিতে নোবেল পাওয়া ( ১৯৯১ সালে নোবেল প্রাপ্ত ) অং সান সুচি কে বছরের পর বছর কারাগারের ভেতর থাকতে হচ্ছে তখন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল কি করে ?
এরকম আরো হাজার ঘটনা আছে যা আমি জানি না বা এখন মনে পড়ছে না।
যখন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল মানবাধিকারের বুলি আওড়ায় তখন তাদের চোখের পেছনে ঘটে যায় এসব ঘটনা। তখন কি তারা চোখ বন্ধ করে রাখে ?
যখনই দূর্বল কাউকে পায় তখনই তাদের মুখ ভরে যায় মানবাধিকারে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।