প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
ঠিক আর কত বার নিজের নিজ পনাকে বিলিয়ে দিয়ে এই চাকুরী করব। মন চায় না শুধুমাত্র খানিক্টা জেদ বা অন্য কোন কারনে এখানে পড়ে থাকা।মন মেজাজটা খিচ্রে আছে।সকাল ৭.৪৫ এ যদি অফিসে আস্তে হয় তাহলে কেমন লাগে বলেন।
আমাদের ম্যানেজার খচ্চর নিজে একটা কামলা ,মানুষ কে কামলা মনে করে।
ছাগলের বাচ্চা ছাগল।
কামলা এর মতই যখন খাটব তখন এত্ত কষ্ট সয়ে আর পড়ালেখা শিখলাম কেন? মূর্খ থাকাটাই ভাল ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।