প্রিয় ব্লগার ভাই ও বোনেরা,
আমি আজ আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ন একটি বিষয় উপস্হাপন করবো।
দেশ আজ চরমভাবে কয়েন সংকটে পড়েছে, বিশেষ করে ১ টাকার কয়েন। কোথাও পাওয়া যাচ্ছেনা, রীতিমতো হাহাকার পড়ে গেছে। অনেক লেনদেনের ক্ষেত্রেই ক্রেতা বা বিক্রেতা কেউ ই ১ টাকার কয়েন দিতে পারছেনা। অনেকে আবার প্রাপ্য ১ টাকা দিতে না পারায় ১ টাকা মূল্যমানের চকলেট বা অন্য কিছু দিয়ে দিচ্ছে।
তবে এই অবস্হা সৃষ্টির প্রধান কারণ হল (আমার মতে), অনেকেই শখের বশে এই ধাতব মুদ্রাগুলো সংগ্রহে রেখে দেয়। বছরের পর বছর এগুলো জমিয়ে রাখে। তার ফলে সৃষ্টি হয় কয়েনের এই দুষ্প্রাপ্যতা।
তাই সবার কাছে অনুরোধ, এই ধাতব মুদ্রাগুলো জমিয়ে না রেখে বাজারে ছেড়ে দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।