আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি বছর পেরিয়ে গেলো : সঞ্জীবদাকে কেউ মনে রাখে নি

গভীর কিছু শেখার আছে ....

সঞ্জীব চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে যান। অনেক শোক, অনেক কষ্ট, অনেক প্রতিশ্রুতির বহির্প্রকাশ দেখানো হয়েছিলো সে সময় তার জন্য। এরপর সবাই তাকে ভুলে যেতে শুরু করলো। গত বছর ২০০৮ এ তার প্রথম মৃত্যুবার্ষিকীতে কিছু একটা করতে হবে এজন্য তাড়াহুড়া করে বাপ্পা মজুমদার বের করলেন সঞ্জীবদার একটি গান নিয়ে পুরো একটি অ্যালবাম।

সঞ্জীবদার প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘টুকরো কথা’ নামের সেই অ্যালবামের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানটিতে সঞ্জীব চৌধুরীর একমাত্র মেয়ে কিংবদন্তীর জন্য অনেকে অনেক প্রতিশ্রুতিও তখন দেয়া হয়েছিলো। কিন্তু সেসবের কতটুকু বাস্তবায়ন হয়েছে সে কথা আর নাই বা বললাম! কারণ বলার মতো কিছু একটা থাকতে হবে তো? আজ সঞ্জীব চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। অথচ মাত্র কয়েকটি পত্রিকা ছাড়া দাদাকে স্মরণ আর কেউ-ই করেনি! কোন চ্যানেলেই নেই তার স্মরণে কোন প্রোগ্রাম! নেই কোন স্মরণসভা বা ন্যূনতম কোন উল্লেখযোগ্য কোন কনসার্টের আয়োজন! বাংলা আধুনিক ব্যান্ড সঙ্গীতে সঞ্জীব চৌধুরীর অবদান কোন দিনই ভুলবার নয়। তার গানের ব্যতিক্রমী ধারা নতুন নতুন শ্রোতা তৈরি করেছে। তরুণদেরকে ভিন্ন ধারার সঙ্গীতে করেছে উৎসাহিত।

অথচ তাকে স্মরণ করার জন্য সঙ্গীতাঙ্গনেরও আজ আর কারোর সময় হয় না! সঞ্জীব চৌধুরী মারা যাবার সময় দলছুট আর সোলস ঘোষণা দিয়েছিলো তারা সঞ্জীব চৌধুরী স্মরণে যুগ্মভাবে একটি অ্যালবাম তৈরি করবে। অথচ দুই বছর পেরিয়ে গেলেও আজও সেই অ্যালবাম আলোর মুখ দেখেনি! পার্থ বড়ুয়া ব্যস্ত অভিনয় আর কনসার্ট নিয়ে! আর বাপ্পা ব্যস্ত অন্য শিল্পীদের গানের অ্যালবাম আর সঙ্গীত প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন নিয়ে! দু’জনের কারোরই কি আর সময় আছে সঞ্জীব চৌধুরী স্মরণে অ্যালবাম তৈরি করার? আজ হয়তো হুট করেই অনেকের মনে পড়ে যাবে যে, কোন আয়োজনই যে করা হলো না! শেষ বিকেলে হয়তো সঞ্জীবদা স্মরণে কোথাও কোথাও মিনি কনসার্ট কিংবা কোন কোন টিভি চ্যানেলে কিংবা এফএম রেডিওতে তার গান প্রচারের মাধ্যমে হয়তো তাকে স্মরণ করা হতে পারে! পরের দিন আবার ফলাও করে পত্র-পত্রিকায় প্রচার হতেও পারে সঞ্জীবদা স্মরণে ‘অমুক’ অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত! কিন্তু এমনটিই কি সঞ্জীব চৌধুরীর প্রাপ্য?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।