আমাদের কথা খুঁজে নিন

   

ভালবেসে সখী নিভৃত যতনে

স্বপ্নগুলো সত্যির প্রত্যয়ে পথচলা ............

রবীন্দ্রসংগীত, গায়ক;- বসন্ত, কানাডা। ভালবেসে সখী নিভৃত যতনে, আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গনে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখী তোমার কনক কঙ্কনে আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলক বন্ধনে আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে আমার আকুল জীবন-মরণ টুটিয়া-লুটিয়া নিও তোমার অতুল গৌরবে ভালবেসে সখী নিভৃত যতনে, আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে ধন্যবাদ আপনাকে............

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।