আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় প্রধাণমন্ত্রী মন্ত্রীত্ব ছেড়ে দলের দায়িত্ব পুরোপুরি নিন

পাঠক হয়ত বিস্মিত হতে পারেন, শাহবাগ আন্দোলন এবং তার জের যখন সারা বাংলাদেশ এবং বিশ্বের মানুষকে আলোড়িত করে চলেছে তখন অন্য বিষয় নিয়ে লেখা কেন? আমি মনে করি শাহবাগের কন্ঠস্বর যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের আরও অনেক কিছু পরিবর্তন করার উদ্যোগ নিতে হবে। তাই মাননীয় প্রধাণমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রধাণ হিসেবে আপনার কাছে আমার একটি আবেদন আছে। নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ দেশ চালাচ্ছে। বৃথ্যতা আর সফলতা নিয়ে দেশ এগিয়ে চলেছে। ইলেকশন মেনোফেষ্টো অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে এবং বিচারের আংশিক রায় ইতোমধ্যে হয়েছে।

আর সেই রায়ে অসন্তোস হয়ে তরুণ প্রজন্ম গড়ে তুলেছে শাহবাগ সহ দেশের বিভিন্ন অংশে প্রতিরোধ। আপনি নিশ্চয় তরুণ প্রজন্মের কন্ঠস্বর শুনতে পাচ্ছেন। মাননীয় প্রধাণ মন্ত্রী আপনার নিশ্চয় মনে আছে, সফল যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সহ অনেকে বলেছেন- ছাত্রলীগের আচরণের কারণে এখন আমাদের মাথা হেট হয়ে আসে। পাশাপাশি সারা দেশে রয়েছে আওয়ামী লীগের নিজেদের মধ্যকার কোন্দল। ছাত্রলীগ আর আওয়ামী লীগের মধ্যে গতিশীল নেতৃত্ব আর ব্যবস্থাপনা গড়ে তোলা দরকার।

এক কথায় ডিজিটালাইজেশন ইন আওয়ামী লীগ এন্ড ছাত্রলীগ। আর তার নেতৃত্ব এখন একমাত্র আপনীই দিতে পারেন। আপনার সার্বক্ষণিক নেতৃত্ব আওয়ামী ও তার জোটকে পুনরায় নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে পারে। পাশাপাশি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে চিরতরে দূর্বল করে দিতে পারে। আর তাই আপনার প্রতি আহ্বান, একজন দক্ষ এবং গ্রহণযোগ্য মানুষের হাতে প্রধাণ মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে কেবলই আওয়ামী লীগের প্রতি দৃষ্টি দিন।

আগামী ছয় মাসের মধ্যে দল পুরোপুরি নির্বাচনের জন্য তৈরি হয়ে যাবে। আর তখন কেউই আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাড়াবে না। আর গতিশীল আওয়ামী লীগিই অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়তে পারবে। আমি গভীরভাবে বিশ্বাস করি আপনার ছয় মাসের পরিশ্রম আওয়ামী লীগের মধ্যকার কোন্দল আর নীচতাকে ধ্বংস করে শুদ্ধি আওয়ামী লীগ গড়ে তুলবে। প্রধাণ মন্ত্রীত্ব’র দায়িত্বশীলতা ধরে রেখে এটা সম্ভব না।

আওয়ামী লীগ হবে আমাদের প্রত্যাশার দল সেই অপেক্ষায় রইলাম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.