তোমার চুল কালো, চোখও কালো,
তার চাইতেও মনটা কালো,
কষ্ট করে একটু তুমি মন-প্রদীপ জ্বালো,
সেই প্রদীপে থাকে যদি একটু ভালোবাসার আলো,
তাইলে হইতো ভুল করে কেউ তোমায় বাসতে পারে ভালো
ওগো কালো,
আর যদি মন-প্রদীপ না থাকে তবে তোমার মনের দরজা খোলো,
তন্দ্রাচ্ছন্ন দুনয়ন তোমার মেলো,
কান পেতে নিরবে শুনো সেই কথাগুলো,
যে মনের কথা নিরবে তোমার মনের দরজা দিয়ে বয়ে গেলো,
ওগো কালো,
তুমি কি শুনছো আমার কথাগুলো ?
যদি শুনতে পাও, যদি বুঝতে পাও
তবে সুদূর নীলিমায়, গভীর অরণ্যে, উত্তাল সাগরে দুজনে হারিয়ে যাই চলো,
তুমি কি যেতে চাও, যেতে চাও একবার বলো,
ওগো কালো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।