আমাদের কথা খুঁজে নিন

   

ছন্ন-ছাড়ার পাগলা ঘোড়া

যখন স্বপ্নগুলো আঁধারে হারিয়ে যায়..

ছন্ন-ছাড়া, তন্দ্রাহারা, ঘুরে ফিরি সুখ-পাড়া, দুঃখ আমায় করে তাড়া, যখন আমি পরি ধরা, দুখ্ অনলে হই আধমরা, আমার ডাকে সুখ দেয় না সাড়া, তার লাগি তবু দিশেহারা, দুঃখ যত বুকভরা, ঝরে হয়ে অশ্রুধারা, জীবন আমার পাগলা ঘোড়া, কখনও বা সে নদীর স্রোতধারা, ছুটে চলে বাঁধন হারা, নেয় বুঝি ভয় মায়াজালে আটকে পরা, সুখ সে তো স্বপ্নচূড়া, দীর্ঘ জীবন-মই পাড়ি দিয়েও যায় না তারে ধরা, মন আকাশে দুখ্ আমার বরষার কালো মেঘের মত চারিদিকে ঘেরা, আর অশ্রু সে তো ঘন বরষার অবারিত বৃষ্টিধারা, ক্লান্ত হয়ে যখন ভাবি এই জীবনে হায় আর বুঝি হল না সুখতটে আমার দুখতরী ভিড়া, তখনি সেই বারিধারা কর্মচাঞ্চল্যে উদ্দীপ্ত করে আমার সমস্ত শিরা-উপশিরা, আবার সকল ক্লান্তি ভুলে,দুখপর্বত পিঠে তুলে,ছুটে চলে নব উদ্যমে ছন্ন-ছাড়ার পাগলা ঘোড়া (Instant Poddo by Utpal Das)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।