চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)
ক
এভাবে একদিন আমার কথাও শুকিয়ে যেতে পারে এমন আশঙ্কায় আমি মূক।
হাসিও মুছে যেতে পারে হঠাৎ পিপাসা পাওয়া রাতে
এমনকি আমি বোধহীন হতে পারি, এ ঘটনাও অসম্ভব নয়
নিউরনে স্ফুলিঙ্গ থেমে গেলে আমি অরূপাক্ষ নদে ভেসে যেতে চাই।
***
খ
কাঠবেড়ালীর চকিত চাউনি আমার লঘুপায়ের সঞ্চারণে বিশ্বাস করে না।
বহু আগের স্মৃতি তাকে বাকলের গুঁড়োয় লুকিয়ে ফেলে
পাশে কিছু ব্যাধের শর পড়ে ছিল।
***
গ
চোখের তীর খুলে এসো, আমি বিঁধে ফেলার আগে কিছু ভাবিনি!
***
ঘ
এরকম প্রজননে আমার ক্লান্ত লাগে সত্যি,
বিধাতাহীন দেশে জন্মহার হ্রাস পাচ্ছে ধীরে।
***
ঙ
ব্লাউজ সেলাইয়ে অরণী টেইলার্সে ভীড় জমে,
কারিগরের বউ খুব বোকা মেয়ে!
***
চ
তুমি জানো যে
শরৎ খুবলে নিয়ে গেছে আকাশের মেঘ,
তবু এই শীতে এসেও নিনির্মেখ
চেয়ে থাকো কুয়াশার রোদে।
***
ছ
কাজল হিসেবে প্রশ্ন মেখে আসা এক সুচতুর ছল
কারণ সব প্রশ্নের জবাব বিধাতাও দিতে পারে না!
***
জ
ধর্মতত্ত্ব
না, হাওয়া-কে আপেল খেতে
প্রলুব্ধ করেনি আদি সাপ
এ সবই শুধু
তথ্যের নির্জলা জালিয়াতি।
আদম খেয়েছে আপেলকে।
হাওয়া খেয়েছে আদমকে।
আদি সাপ খেয়েছে হাওয়াকে
কালোতম অন্ত্রের ভেতর।
বিধাতার কলহ-আহ্বান শুনে
আদি সাপ শুধু ক্রূর হেসেছিল
স্বর্গের মাঝে মধ্যাহ্ন-ভোজ
হজম করতে করতে।
[মূলঃ টেড হিউজ]
***
ঝ
আমি সৎ নই, অনুভূতির ব্যাপারে স্বার্থ বুঝি
এবং স্বার্থের চেয়েও বেশি লালসা বুঝি
তোমার স্তনে দাঁত গেঁথে ফেলার আগে
আমি অনেক নারীবাদী ছিলাম।
***
[বিস্রস্ত কতগুলো পংক্তি, গত ছ'সাত মাসে লেখা। কী মনে হলো, ড্রাফটে এদের ভার বইতে বইতে ক্লান্ত হয়ে গেছি!]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।