আমাদের কথা খুঁজে নিন

   

সাজেদা পুত্রকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন কি ন্যায়ানুগ হলো?



সম্প্রতি সাজেদা চৌধুরীর ছেলে শাহাদাব চৌধুরীকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন। দুর্নীতি মামলায় তার ১৮ বছরের সাজা এবং দেড় কোটিরও বেশি জরিমানা হয়েছিল। মাননীয় রাষ্ট্রপতি সমস্ত শাস্তি মওকুফ করে দিয়েছেন। শাহাদাব চৌধুরী ছিলেন একজন পলাতক আসামী । উল্লেখ্য যে, রাষ্ট্রপতি সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে সাজেদা চৌধুরীর ছেলে শাহাদাব চৌধুরীকে ক্ষমা প্রদর্শন করেছেন।

তাহলে আমরা একটু সংবিধানের ৪৯ নং অনুচ্ছেদটি একটু পড়ে দেখি। অনুচ্ছেদ- ৪৯ কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে-কোন দন্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে-কোন দন্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। তাহলে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি পারেন। কিন্তু রাষ্ট্রপতি এ ক্ষমতা কি সুয়োমোটো (নিজ উদ্যোগেই) প্রয়োগ করবেন? সাধারণত: রাষ্ট্রপতির নিকট মার্সি পিটিশন ফাইল করতে হয়। এক্ষেত্রে কি তা করা হয়েছে।

যদি করা হয়ে থাকে তাহলে মার্সি পিটিশন ফাইল করার অধিকার (লোকাল স্টেন্ডি বা মামলা করার অধিকার) কি শাহাদাব চৌধুরীর আছে? কারন তিনি তো একজন পলাতক আসামী। একজন পলাতক আসামী কোন প্রতিকার চাইতে হলে তাকে অবশ্যই কোর্টে হাজির হতেই হবে। এছাড়া তিনি কোন প্রতিকার পাবেন না। এটাই আইনের সুপ্রতিষ্ঠিত নীতি। সম্প্রতি এন্টি করাপশন কমিশন এন্ড আদার্স বনাম মাহমুদ হোসেন এন্ড আদার্স মামলায় ১৪ এম.এল.আর ২৪৩ এ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের ফুল বেঞ্চ এর একটি রায়ে এ ধরণের সিদ্ধান্ত দেয়া হয় যে, - ফিউজিটিভ ফ্রম জাস্টিস ইজ নট এনটাইটেলড টু সিক এনি রিলিফ বিফোর সারেন্ডারিং টু দা প্রসেস অব কোর্ট।

এমনকী এও বলা হয় যে, রীট জুরিসডিকশন ক্যান নট বি ইনভোকড বাই এ পারসন ফিউজিটিভ ফ্রম জাস্টিস। অর্থাত বিচারের নিকট পলাতক ব্যাক্তি আদালতে আত্মসমর্পণ না করলে কোন প্রতিকার প্রাপ্য হবেন না। এমনকী পলাতক ব্যাক্তি রীট এর সুবিধাও ভোগ করতে পারবেন না। মহামান্য সুপ্রীম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের এক একটি সিদ্ধান্ত এক একটি আইন হয়ে যায়। তাই নি:সন্দেহে বলা যায়, অ্যাপেলেট ডিভিশনের উপরোক্ত সিদ্ধান্ত একটি আইনের মতোই।

কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক পলাতক ব্যক্তির শাস্তি মওকুফ কি ন্যায়ানুগ হলো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.