আমাদের কথা খুঁজে নিন

   

দুটি আখমাটোভা (এক ধূসর মনকে)

www.choturmatrik.com/blogs/আকাশ-অম্বর
তুমি! হ্যাঁ, তুমি! জন্মেছিলে যবে, কাব্য-সৃষ্টির তরে, পুনরাবৃত্তি কোরো না সেইসব আদিম উক্তি। যদ্যপি, হয়তো, মোদের কাব্যগুলোই স্বয়ং, শুধুই এক অপরূপ উদ্ধৃতি। You, who was born You, who was born for poetry’s creation, Do not repeat the sayings of the ancients. Though, maybe, our Poetry, itself, Is just a single beautiful citation. নিঃসঙ্গতা প্রভূত প্রস্তরাঘাতে জর্জরিত এক আমি, প্রস্তর ভয় পাই না আর, যখন শূন্যগর্ভ পরিণত হয় এক নিরেট স্তম্ভে, প্রাংশু স্তম্ভের মাঝেই উন্নতকায়। হে সমুচ্চ প্রাচীর-নির্মাতা! ধন্যবাদ তোমায়, এড়িয়ে যাও যত বিষণ্ণতা আর ঝঞ্ঝায়। হেথা হতেই দেখবো আমি প্রথম প্রভাত-অরুণ, হেথা হতেই মাতবো উল্লাসে ঐ শেষ সূর্য-কিরণ! কক্ষের জানালাগুলো গলে মোর, পালিয়ে যায় উত্তুরে হাওয়া; আর আমার করতলে বসে যব খায় এক ঘুঘু, চুপচাপ, আর আমার সেই অসম্পূর্ণ পৃষ্ঠা, সম্পূর্ণ হবে কলালক্ষ্মীর তামাটে ছোঁয়ায় – ঐশ্বরিক নিস্তরঙ্গে, আর পেলবতায়। Solitude So many stones have been thrown at me, That I'm not frightened of them anymore, And the pit has become a solid tower, Tall among tall towers. I thank the builders, May care and sadness pass them by. From here I'll see the sunrise earlier, Here the sun's last ray rejoices. And into the windows of my room The northern breezes often fly. And from my hand a dove eats grains of wheat... As for my unfinished page, The Muse's tawny hand, divinely calm And delicate, will finish it. অনুপ্রেরণা : ইমন জুবায়ের উৎসর্গ : এক ধূসর মন - সাদা কালো ধূসর
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।