বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত।
http://www.linux.org.bd
গুগল যে বান্দরের হাড্ডি এটা আপনারা হয়ত অনেকেই জানেন। তাদের বান্দরামীর কিছু নমুনা দেখুন।
সবগুলো লিখলাম না, এত লেখা সম্ভব না ।
জিমেইল পেপার:
এটার কথা প্রথমে লিখলাম কারণ এটা আমাকেও বোকা বানিয়েছিল ! ৩০ শে মার্চ ২০০৭ সালে গুগল এই সার্ভিসের ঘোষণা দেয় জিমেইল লগিন পেজে। এতে বল হয়, এখন থেকে গ্রাহকরা তাদের ইমেইলগুলো প্রিন্ট করার অর্ডার দিতে পারবেন। মেইলগুলো পরিবেশবান্ধব রিসাইকেল করা কাগজে প্রিন্ট করে ডাকযোগে গ্রাহকের ঠিকানায় পাঠানো হবে। সার্ভিসটি সম্পুর্ণ ফ্রী।
ছাপানো মেইলের উল্টাপিঠে বিজ্ঞাপণ দেয়া হবে। গ্রাহক যতখুশি অর্ডার দিতে পারবেন। অ্যাটাচমেন্টের ছবিও একইভাবে হাইকোয়ালিটি ফটোপেপারে প্রিন্ট করে দেয়া হবে অডিও ফাইলগুলো আপাতত পাঠানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে এগুলোও পাঠানোর ব্যবস্হা করা হতে পারে!!! আরও জানতে চাইলে Click This Link
Click This Link
গুগল টিআইএসপি
টয়লেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। গ্রাহকদের বিনামূল্যে হাইস্পিড ব্রডব্যান্ড ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন দেয়ার সার্ভিস এটা।
কমোডের মধ্য দিয়ে সূয়্যারেজ লাইন দিয়ে গ্রাহকের টয়লেটে স্থাপিত রাউটারের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস পাওয়া যাবে। ফ্রী কানেকশনের স্পীড হবে ৮মেগাবিট/সেকেন্ড!!! আর পেইড কানেকশনে ৩২ মেগাবিট । গ্রাহক টিআইএসপির ওয়েবসাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করলে তার ঠিকানায় একটা ফ্রী কানেক্টর কিট পাঠানো হবে। এতে থাকবে ওয়্যারলেস রাউটার, অপটিকাল ফাইবার আর ইন্সটলেশন সফটওয়্যার। আপাতত শুধু উইন্ডোজ এক্সপি আর ভিস্তায় এই সেবা পাওয়া যাবে।
খুব শীঘ্রই লিনাক্স আর ম্যাক ভার্সন চালু হচ্ছে!!! কিটের অপটিক্যাল ফাইবারের এক মাথা কমোডে ছেড়ে দিয়ে ফ্লাশ করলে সেটা একঘন্টার মধ্যে ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে যাবে গুগলের "Plumbing Hardware Dispatcher (PHD)" প্রযুক্তির সাহায্যে। টয়লেট অ্যানালাসিসের মাধ্যেম আপনার সম্পর্কিত ডাটা কালেক্ট করে সে অনুযায়ী আপনাকে অনলাইন বিজ্ঞাপণ দেখানো হবে। এ থেকে ফ্রী সার্ভিসের খরচ মেটানো হবে। এই সার্ভিসের ঠিকানা http://www.google.com/tisp/,
FAQ http://www.google.com/tisp/faq.html,
ইন্সটলেশন পেজ http://www.google.com/tisp/install.html, প্
রেস রিলিজ http://www.google.com/tisp/press.html ।
মেন্টালপলেক্স:
গুগলের এই সার্চ টেকনোলজি ব্যবহারকারীর মন পড়ে তিনি কি খুঁজছেন সে অনুযায়ী রেজাল্ট শো করবে।
কিভাবে এটি ব্যবহার করবেন তার ইন্সট্রাকশন দেয়া আছে হোম পেজে:
১। হ্যাট এবং চশমা খুলুন
২। মেন্টালপ্লেক্স গোলকটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকুন। চোখ সরাবেন না
৩। যা খুঁজছেন মনে মনে তার একটা ছবি কল্পনা করুন।
৪। সার্কেলে ক্লিক করুন অথবা ক্লিক করার কথা ভাবুন
ঠিকানা http://www.google.com/mentalplex/
FAQ http://www.google.com/mentalplex/MP_faq.html
গুগল লুনার জব:
এক অভাবনীয় চাঁদে চাকুরীর সুযোগ । গুগল কোপার্নিকাস সেন্টার ইন্জিনিয়ারিং পজিশনে স্টাফ নিচ্ছে। এই রিসার্চে entropized information filtering, high-density high-delivery hosting (HiDeHiDeHo) ও de-oxygenated cubicle dwelling এর উপর গবেষণা করা হবে যা গুগল সার্ভিসে ব্যবহার করা হবে জব সেন্টারের ঠিকানা http://www.google.com/jobs/lunar_job.html
গুগল গুল্প:
এটি গুগলের উদ্ভাবিত একটি পানীয় যা মানুষের বুদ্ধিমত্তাকে এমনভবে বিকশিত করে যেন সে গুগল সার্ভিসগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারে। এই পানীয় চারটি স্বাদে বিনামূল্যে পাওয়া যাবে।
স্বাদগুলো হল Glutamate Grape), Sugar-Free Radical, Beta Carroty, এবং Sero-Tonic Wate। বিনামূল্যে হলেও গ্রাহক একটি গুগল গুল্প বোতলের ক্যাপ নিকটস্থ গুগল অনুমোদিত দোকানে জমা দিলেই কেবল আরেক বোতল গুল্প পাবেন!
http://www.google.com/googlegulp/
http://www.google.com/googlegulp/faq.html
গুগল রোমান্স:
ডেটিং সার্চ ইন্জিন। এতে নিজের প্রোফাইল যোগ করার সুবিধা রয়েছে। একজন ইউজার একাধিক প্রোফাইল রাখতে পারবেন।
http://www.google.com/romance/
FAQ http://www.google.com/romance/faq.html
Tour http://www.google.com/romance/tour.html
জি-ডে
গুগল অস্ট্রেলিয়ার সার্ভিস এটা।
এই সার্ভিস ব্যবহার করে কোন ওয়েবপেজ তৈরি হওয়ার ২৪ ঘন্টা আগে কেমন ছিল সেটা দেখা যাবে
জিমেইল কাস্টম টাইম:
এই সার্ভিসের মাধ্যমে জিমেইল ইউজাররা তাদের মেইলের তারিখ চেন্জ করে দিতে পারবেন। ২০০৮ সালের ৩১ মার্চ থেকে একটি নতুন লিংক জিমেইল ইনবক্সে যুক্ত হয় যার টাইটেল ছিল “ Gmail Custome Tims>> new”। ৩১ মার্চ সারাদিন ঐ লিংকটি ডেড থাকলেও ১ এপ্রিল থেকে এটি একটি ঘোষণা পেজে নিয়ে যায় যেখানে বলা হয় এটি একটি এপ্রিল ফুল ডে জোক!
গুগল ওয়েক আপ কিট:
সময় মত আপনাকে জাগানোর মহা পরিকল্পনা এটি। গুগল ক্যালেন্ডারে আপনার সিডিউল অনুযায়ী সকালে ওঠানোর পুরো দায়িত্ব নিচ্ছে গুগল। আপনাকে একটা ফ্রী কিট পাঠানো হবে যাতে থাকবে পানির বালতি (বাসার পানির লাইনের সাথে যুক্ত) এবং একটা বিছানা নাড়ানোর ডিভাইস।
প্রথমে আপনার মোবাইলে এসএমএস পাঠানো হবে। তাতে যদি উঠলেন তাহলে তো বাঁচলেন! না হলে ওয়াটার আর কাঁপানি থেরাপীতো আছেই!!!
Click This Link
জোকের আড়ালে সত্যি! এতেও বোকা বানানো
বান্দরের হাড্ডি গুগল আবার এপ্রিল ফুল ডে টে সত্যি প্রোডাক্টের ঘোষণা দিয়েও বোকা বানায়। মানুষ হয়ত ধরে ফেলেছে যে এটা গুগলের জোক, বিশ্বাস করলাম না। পরে দেখা যায় সেটা আবার সত্য। জিমেইলের ঘোষণাটাও দেয়া হয়েছিল ৩১ মার্চ।
ঐ সময় এক গিগাবাইট ফ্রী স্টোরেজ অবিশ্বাস্য ছিল। তাই কেউ বিশ্বাস করে নি। ভেবেছে জোক। পরে দেখায় গেছে ওটা জোক ছিল না !!!
আবার, ২০০৫ এ জিমেইলের সটোরেজ বাড়ানো আর “গুগল রাইডার ফাইন্ডার সার্ভিস” শুরুর ঘোষণাও দেয়া হয়েছিল জোকের আড়ালে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।