আমাদের কথা খুঁজে নিন

   

নিউইয়র্কে চাঁদের রাত্রিতে



খয়েরী পাতার ওপর নিরীহ দর্শন বিস্মিত চাঁদ ছায়াচ্ছন্ন নির্জন পথের পাশে যেনবা সংকেতে রেখে যাচ্ছে অপার্থিব স্নেহের আঙ্গুল কিংবা অপার নিঃসঙ্গতা।গড়িয়ে গড়িয়ে যাচ্ছে গাঢ় অন্ধকার। চাঁদের ফিল্টার থেকে চুইয়ে-পড়া জ্যোৎস্না-রস ভিজিয়ে দিচ্ছে ম্যানহাটান,স্কাইস্ক্যাপার,স্কাইব্রিজ ষ্ট্যাচু আব লিবার্টির জ্বলন্ত মশাল-ছড়ানো ছিটানো বনাঞ্চল। গাঢ় নীল অতলান্তিকের জলে আর ঢেউয়ে ছায়াচ্ছন্ন মেঘে,শীতল হাওয়ায় চকিতগামিনী জ্যোৎস্না ঠোঁট ছুঁইয়ে দিচ্ছে অপূর্ব স্পর্শের তাপ খুব মায়াপরবশ। এই গভীর রাত্রিতে এই কোজাগরী জ্যোৎস্নাতে হাওয়ায় হাওয়ায় ভেসে যাওয়া বিশাল বিরাট এই নগরীর ইট,কাঠ আর লোহার খাঁচায় তুষার চুবানো চাঁদ-বাগিয়ে নেয় স্পর্শের উষ্ণতা যেন গোলার্ধ থেকে গোলার্ধে চারিয়ে যায় জ্যোৎস্নার নম্রতা। চাঁদ,মানুষ,সমুদ্র-নদী ও ইমারত সহসা একিভূত মানুষের মতো কিংবা অপার্থিব রহস্যের মতো ছায়া হয়ে ওঠে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.