আমাদের কথা খুঁজে নিন

   

হরতালের সমর্থনে নিউইয়র্কে মানববন্ধন

নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবিতে নিউইয়র্কে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তারেক পরিষদ কেন্দ্রীয় আন্তর্জাতিক কমিটি। এ সময় বাংলাদেশে ১৮ দলীয় জোটের ৬০ ঘন্টার হরতালের সমর্থনে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

৩ নভেম্বর রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় হিমেল হাওয়া উপেক্ষা করে অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপি নেতা ও তারেক পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বাদল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি বিএনপির সেক্রেটারী সাইদুর রহমান সাঈদ, বিএনপি নেতা ওয়াহেদ আলী মন্ডল, শেখ আনসার আলী, তারেক পরিষদের মহাসচিব জসীমউদ্দিন, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুল শাহীর, হুমায়ূন কবীর, মোমতাফিজুর রহমান রিফাত, জাকির হোসেন, আবুল কালাম এবং এমডি নাসির।

মূল বক্তা হিসেবে যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদল বলেন, ১৮ দলীয় জোটের দাবি আজ বাংলাদেশের জাতীয় দাবিতে পরিণত হয়েছে। তাই সময় থাকতেই শেখ হাসিনার পদত্যাগ করা উচিত। অন্যথায় তাকেও ক্ষুব্ধ জনতার রোষানলে পড়তে হবে। জনাব বাদল উল্লেখ করেন, সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনী ফলাফল থেকেই শিক্ষা নেয়া উচিত মহাজোট সরকারের।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.