আমাদের কথা খুঁজে নিন

   

নিউইয়র্কে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে চার

যুক্তরাষ্ট্রের রাজধানী নিউইয়র্কের উত্তরাঞ্চলে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে চার- এ দাড়িয়েছে। এছাড়া ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। তবে এবিসি নিউজ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় আশপাশের হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৬৪ জন।

এছাড়া নয় জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র মিখাইল পারেলা।

বুধবার সকালে  নগরীর পার্ক এভিনিউর ১৬৪৪ ও ১৬৪৬ নম্বর প্লট- ১১৬ ও ১১৭ নম্বর রোডে হঠাৎ প্রচণ্ড শব্দ করে দুটি ভবন একসঙ্গে ধসে পড়ে। সঙ্গে সঙ্গে আশপাশের এলাকার আকাশ ধোয়ার কুণ্ডলিতে ছেয়ে যায়। ধোয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন অনেকে।

প্রথমে এটাকে সন্ত্রাসী হামলা বলে অনুমান করা হলেও পরে জানা যায় গ্যাস পাইপ লিকের কারণে বিস্ফোরণটি ঘটে। উদ্ধারকাজে নিকটবর্তী ৩৬টি দমকল কেন্দ্রের অন্তত ২৫০ জন কর্মী কাজ করে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.