পরিবর্তনের জন্য লেখালেখি
ভিডিও দেখে খুবই মজা পেলাম । ক'দিন আগেই তো মনে হয় মাথায় "হিজাব" বা "স্কার্ফ" পরা নিয়ে আইন কানুন করে মুসলমানদের বিরক্ত করা , খামোখাই মুসলিম নারীদের বিব্রত করা নিয়ে ব্লগে তুলকালাম হলো । কেউ পক্ষে , কেউ বিপক্ষে । কেউ আহত , কেউ বিচক্ষণ , কেউ কেউ আমার মতন মহাবিরক্ত !
কেন বিরক্ত?
খুব সোজা । ইউরোপীয় নারীরা মাথায় স্কার্ফ পরবে কিনা ( যেইটা তারা শত শত বছর ধরেই পরে আর শীতকালে চরম নাস্তিকও পরতে বাধ্য ) সেইটা যদি কেউ আইন করে বাধ্য বা নিষেধ না করে , তাইলে মুসলিম কিশোরীরা মাথায় যা ইচ্ছা তাই পরুক বা না পরুক, সেইটা নিয়ে আইনের হস্তক্ষেপ কেন করতে হবে? না পরাটা যদি স্বাধীনতা হয়ে থাকে , তাহলে স্বেচ্ছায় পরার স্বাধীনতাও থাকতে হবে ।
কোন রকম অন্যথা মানেই স্বাধীনতা নেই। কাজীর গরু খাতায় আছে , বাস্তবে সব শেয়াল!
নিচের ভিডিওটা দেখেন ।
Click This Link
ব্যাটা ফ্রেঞ্চ টক শো হোস্ট , মুহম্মদের কার্টুন আঁকাকে বলছে স্বাধীনতা । এইটা নিয়ে কারো আহত হওয়ার কিছু নাই । আরেক জন যখন বললো , " যেই কার্টুন মিলিয়ন মিলিওন মানুষকে দুঃখ দিচ্ছে , সেইটা করাটা জরুরী?" কিন্তু হোস্ট অবিচল তেনার "ফ্রিডম অফ এক্সপ্রেসন নিয়ে" ।
সেই একই হোস্ট আরেক লোক , যে কিনা ইহুদী চরিত্র নিয়ে কমেডি ক্যারিকেচার করেছে - তাকে ধুয়ে ফেলেছেন । একেবারে মার মার কাট কাট । " আবেগী থর থর গলায় - যাদের পরিবার হলোকাস্টে মারা গেছে ব্লা ব্লা ব্লা"
এইটারে বলে নিখাঁদ ভন্ডামি । এইটারে বলে দ্বৈত নীতি । ফাজলামো , কমেডি , কার্টুন করলে সবাইকে নিয়েই করতে পারা উচিত ।
অথবা কাউকে নিয়েই না।
কিন্তু ফ্রেঞ্চ নীতিবানেরা কি মানে?
কেউ খাবে আর কেউ খাবে না ।
কেউ পাবে আর কেউ পাবে না।
অল আর ইকুয়াল, বাট সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স !
আচ্ছা , আরব কিংবা মুসলমানরা মনে হয় মানুষই না । ইসলামের অনুসারীরা মনে হয় পশু ।
গরু, ছাগল, হাঁস, মুরগীর মত ওদের শুধু মেরে নষ্ট করা ঠিক হচ্ছে না। আমার মনে হয় , মুসলমানরা যেহেতু পশু , যেহেতু ওদের আহত হওয়ার কোন অনুধাবনযোগ্য ইন্দ্রিয় নাই , ওদেরকে মেরে মেরে ওদের মাংস দিয়ে বার্গার বানানো হোক ।
সেক্যুলার মৌলবাদ জিন্দাবাদ !
হেইল হিটলার, হেইল ফ্রান্স! ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।