প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
অফিস তেল
এই একটা কথা বোধকরি সব অফিসেই প্রচলিত আছে যে অফিসে কিছু লোক থাকে যাদের কাজ হচ্ছে তেল মারা তাদের অন্য কোন কাজ থাকে না তেল মারা ছাড়া। আমাদের নতুন বস তেল খাইতে চায় কিন্তু আমি দিতে পারতেছি না। তেলের অভাব। এইটা কোন কথা হইল যে সকাল বেলায় তারে গিয়া সালাম দিতে হবে। অফিসে নোটিস জারি করা হইছে সকাল ৯.০০ টার মধ্যে প্রবেশ করতে হবে।
আমাদের এডমিন ম্যানেজার নিজেই আসে ৯.৩০ টায়। অসুস্থ মন মানসিকতা। বেটা দেখি পুরা একটা ফাউল প্রথমে মনে করছিলাম ভাল এখন দেখি পোকা। ভেতরে কীরা।
আর বেশী দিন এইখানে চাকুরী করা যাবে বলে মনে হয় না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।