আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ড : প্রতিবাদ আর গণস্বাক্ষর কর্মসূচী

পাইকগাছার শহীদ মিনারে ছাত্র-যুব সংগ্রাম পরিষদের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে চলা টানা অবস্থান কর্মসূচীর গতকাল পুরাটাই ছিল ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের প্রতিবাদ।তরুণ প্রজন্ম আর মুক্তিযোদ্ধাদের সম্মিলিত দাবী ছিল ব্লগার রাজীব হায়দার এর খুনিদের প্রকাশ্য ফাঁসি,জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি।রাজীব হায়দার এর হত্যাকাণ্ড নতুন যুদ্ধে জয়ী হবার তীব্র বাসনাকে আরও উস্কে দিয়েছে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের প্রতিবাদে ১মিনিট নীরব প্রতিবাদ পালন করা হয়। সন্ধ্যা ৬টা ১১ মিনিটে ব্লগার রাজীব হায়দার এবং ৩০ লক্ষ শহীদের স্মরণে প্রজ্জলন করা হয় মোমবাতি। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ব্লগার রাজীব হায়দারকে উৎসর্গ করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে গণস্বাক্ষর কর্মসূচীর সূচনা করেন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তান শাহাদাৎ হোসেন বাচ্চু।এর পর মঞ্চে এবং সামনে বসে থাকা মুক্তিযোদ্ধা,তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষেরা এগিয়ে আসেন স্বাক্ষর করতে। এরপর শুরু হয় প্রতিবাদ সমাবেশ।মুক্তিযোদ্ধার সন্তান কানিজ ফাতিমা থেকে সাধারণ মানুষ চা দোকানদার,সবার মুখে একটাই দাবী ব্লগার রাজীব হায়দারের খুনি জামায়াত-শিবির যারা সেই ৭১ সালেও ৩০ লক্ষ মানুষের খুনি তাদের রাজিনিতি নিষিদ্ধ এবং ফাঁসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.