আমাদের কথা খুঁজে নিন

   

তুমি বারান্দার ভাঁজে লুকিয়ে রাখছো ছায়া

ডুবোজ্বর

০৪১১০৯-১ সুর আর সুরভির সঘন পাতালে যতোখানি নদ ক্রমে নদী হবে গান আর ফুলের কথা ভাবি বাতাস আর পরাগায়নে রাখাইন বালিকাদের খুব মনে পড়ে ইদানীং বিকেলবেলা তাদের গালে চন্দনের প্রলেপ আমাকে ছায়াছবিতে নিয়ে যায় তারপর কীসের উৎসারে উথলে উঠে মঠ এবং মাঠের সংসার -------------------------------------------------------------------- ০৪১১০৯-২ সেতুটি দৃশ্যমান হচ্ছে অদূরে নদীর উপর তুমি বারান্দার ভাঁজে লুকিয়ে রাখছো ছায়া ছায়ার হাতে চন্দ্রমল্লিকাটিও ছায়া নয় কী ভোরে ভরে গেছে আলোর নিবাস বউচোরা নৌকোর ঝাঁক খালি ফিরে গেছে ছায়ার গানে ধানের গন্ধ লেগে আছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।