মানুষ বদলে যায় অন্য মানুষে...................আকাশ বদলে যায় অন্য আকাশে........................
ফ্রি এস.এম.এস. এর অনেক সফটওয়্যার ও সাইট দেখেছি..... সবগুলোতেই কোন না কোন কমপ্লিকেশন আছে..... কোনটাতে রেজিস্ট্রেশন কড়তে হয়.. কোনটাতে হ্য়ত দিনে নির্দিষ্ট সংখ্যক এস.এম.এস এর বেশি পাঠানো যায়না.... কোনটাতে ক্রেডিট লাগে.... হাবিজাবি, হেনতেন....
কিন্ত আজকে এমন একটা জিনিস দেখলাম। উপরে লেখা কোনরকম ঝামেলাই খুঁজে পাইনি।
আর এই কাজটা করা যায় একটা ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখন প্রায় সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। তাই আশা করছি সবাই এটা করতে পারবেন।
ফেসবুকে অনেকগুলো অ্যাপ্লিকেশনই আছে ফ্রি এস.এম.এস. পাঠানোর জন্য... সার্চ দিয়ে পেলাম... তবে অনেকগুলোতে ডিফেক্ট আছে.... সবচেয়ে ঝামেলাবিহীন ও পপুলার অ্যাপ্লিকেশন হল...."Send SMS for FREE!!"........
আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি। পাঠানোর প্রায় সাথে সাথেই ম্যাসেজ সেল ফোনে চলে আসে। আর লিমিটের কথা কোথাও লেখা নেই দেখে ধারনা করলাম আনলিমিটেডই হবে। আর রেজিস্ট্রেশনের তো প্রশ্নই ওঠে না। শুধুমাত্র আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় থাকতে হবে।
অ্যাপ্লিকেশন ব্যাবহার করতে চাইলে, অ্যাপ্লিকেশনের নাম লিখে ফেসবুকে সার্চ দিন। অথবা সরাসরি যেতে চাইলে নিচের লিন্কে ক্লিক করুন।
http://apps.facebook.com/freeforsms/index.php
যাদের ফেসবুক প্রোফাইল আছে তারা এখনই পরীক্ষা করে দেখতে পারেন।
এমন একটা জসিলা অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না!!:
আপডেট
ব্লগার শয়তান বলেছেন.....
এইসব সার্ভিস সম্পুর্ন অস্থায়ি ।
গেটওয়ে সার্ভারের ফুটা ঠিক হৈয়া গেলে সব সানডে মানডে শ্যাষ !!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।