আমাদের কথা খুঁজে নিন

   

গাজায় ইসরাইলী আগ্রাসন সংক্রান্ত গোল্ডস্টোন প্রতিবেদন অনুমোদন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ



জাতিসংঘের সাধারণ পরিষদ গাজায় ইসরাইলী সেনাদের ভয়াবহ আগ্রাসন সংক্রান্ত গোল্ডস্টোন প্রতিবেদন অনুমোদন করেছে। ঐ প্রতিবেদনে বলা হয়েছে ইসরাইল গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। সাধারণ পরিষদে আজ অনুমোদিত ঐ প্রতিবেদনের পক্ষে ১১৪টি দেশ ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রসহ মাত্র ১৮টি দেশ। এছাড়া ফ্রান্স, বৃটেন ও রাশিয়াসহ ৪৪টি দেশ ভোটদানে বিরত ছিলো।

সাধারণ পরিষদে অনুমোদিত প্রস্তাবে গোল্ডস্টোন প্রতিবেদনের ব্যাপারে ইসরাইলকে ৩ মাসের মধ্যে আন্তর্জাতিক মান বজায় রেখে নিরপেক্ষভাবে তদন্ত করার আহবান জানানো হয়েছে। ফিলিস্তিনীদের প্রতিও একই আহবান জানানো হয়েছে। এছাড়া জাতিসংঘ মহাসচিবকে প্রতিবেদনটি নিরাপত্তা পরিষদে পাঠানোর ক্ষমতা দেয়া হয়েছে। গোল্ডস্টোন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলী সেনারা গাজা আগ্রাসনের সময় পলায়নপর বেসামরিক ফিলিস্তিনী নারী ও শিশুদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে এবং সেখানে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। এছাড়া নামাজের সময় মসজিদে বোমাবর্ষণ করেছে এবং বেসামরিক লোকদের একটি ঘরে জড়ো করে সেখানে গোলাবর্ষণ করেছে।

প্রতিবেদনে এসব হামলাকে যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।