আমাদের কথা খুঁজে নিন

   

রাগের ছত্রপাঠ



রাত ও রাগের ছায়া হয়ে থেকে গেলে নারী, আর আমাকে দেখালে শুধুই হিজলের রঙমনা ভোর। চাঁদ ডুবে যাবার আগে রেখে গেলাম আরেকটি পাতার পবিত্র ছত্রপাঠ।ঠিক যারা পড়ে দেখবে - তাদের জন্য;অথবা যারা পড়াবে অংক, ইতিহাস, রসায়ন - তাদের করপুটে...কয়েকফোটা বৃষ্টির ললাটে। আমি আরও রেখে গেলাম, পটবিন্যাসের বিচিত্র কলাবিদ্যা। কীভাবে মানুষ লিখে গ্রহের ভাগ্য অথবা নদী লিখে স্রোতের উত্থানপর্ব , তার সমীকরণও। তুমি ফিরে এলে দেখে নিও, খুঁজে নিও হলুদ গাঁদা ফুলের ভেজা শরীরে। পথচারী কার্তিক যেভাবে নীল সংবরণে, একাকী কোনো ধ্বংসের নগরে ফিরে। ছবি- এন্ড্রিয়া স্যাভিক

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।