আমাদের কথা খুঁজে নিন

   

রাগের নাম: দেশ

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
রাগের নাম: দেশ। অতি মধুর রাগ। মাতৃভূমির প্রতি ভালোবাসা ও মমতা ঝরে ঝরে পড়ে রাগটির স্বরে স্বরে।

মাঝ রাতের রাগ দেশ। সা রে মা পা নি র্সা। এই হল দেশের সুর। নিতিন শাওনি-র কম্পোজিশনে এবং রীনা ভরদ্ববাজের কন্ঠে শুনি দেশ রাগের সুরে "নদিয়া। " নিতিন শাওনি; নদীয়ার কম্পোজার।

দেশ রাগের সুরটা এমনই আকর্ষনীয় যে ব্রিটিশ গিটারিস্ট জেফ বেক দেশ রাগের সুর তাঁর ইলেকট্রিক গিটারে না বাজিয়ে পারলেন না। উস্তাদ রশীদ খানের কন্ঠে সেতারে বাঁশীতে বেহালায় জেফ বেককে ধন্যবাদ। রাগ দেশ বাজানোর জন্য।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।