আমাদের কথা খুঁজে নিন

   

শীতে তোমায়



শীতে তোমায় মোঃমেহেদীহাসান মেহেদী শীতে তোমায় লাগল ভাল, গরম সোয়েটারের ছোঁয়ায়। লাগল দারুন ঊষ্ণ ছোঁয়ায় গায়ে নিয়ে চাদর তায়। হঠাৎ তোমায় পড়ল মনে, আকাশ ঘেরা কুয়াশা নিয়ে। দিচ্ছ চুমুক চায়ে দারুন, ভাবছ নতুন স্বপ্নাশয়। হাঁঠছ তুমি রাস্তা দিয়ে, ভাবছ উদাস গাছের কাছে।

ভুলবে আমায় পাবে নতুন, শোয়েটার ছাড়া উষ্ণ হয়ে। পাবে তুমি দারুন মানুষ ধনীর দুলাল ধনীর তায়, আমি তুচ্ছ পুরান কিছু ভাবছি সুখে যন্ত্রনায়। তুমিও কুয়াশা মোঃমেহেদীহাসান মেহেদী তুমিও কুয়াসা অস্পষ্ট হারাও ধীরে নীলে নীলে। সূর্য তোমার দাপটে জ্বলতে জ্বলে নীভু নীভু। ভেবেছি উজ্জ্বল ফুলমাঝে দেখে হয়ত বা উজ্জ্বল তারা, না তা নয় তুমি হলে- কুয়াশা ধূয়াসার কিছু উর্ধ্বে।

আস তুমি, ভাব বহু কিছু, বুঝি আমি অভিসঞ্চালনে। চাও বিয়ে তুমি তবু বল কি কভু কভু। না তা না যুগের বাজনা বাজে সময়ে কভু, আনন্দ দিতে নিভু নিভু আমার একা জীবনে। তুমিও সেই কুয়াশা অস্পষ্ট কিছু মিছা ভুল। নতুন কবিতা মোঃমেহেদীহাসান মেহেদী আমি যে লিখব কি আর? নতুন কবিতা, জমে আছে বহু পুরোন, যে স্মৃতি ভোলার নয় অবহেলার, কবিতা কবিতার ছন্দ গাঁথা।

নিয়ে মনে বহু কাজ, দূর করতে হাইপার একটিভিটি, করছি বহু পোস্ট এই- সুবিখ্যাত বা খ্যাত সমহোয়্যারইন ব্লগে। নিপুন হাতের কাজ। ভক্তের আহবানে সাড়া দিয়ে, তবু কি সব ব্লগাররা একাত্ন! বসে আছে ভক্ত হয়ে ঘুমিয়ে যে সব। শুধু প্রথম পেজের সংখ্যার ঝলকানি চমকে উঠি দেখে সংখ্যা, মন্তব্য এত কম, এত নিম্ন কেন? তবে কি তারা আমার পূর্বোল্লেখিত কোন বিপদের স্বীকার। নাকি সতর্ককারীর আহবানে নাকি নিপীড়ন শেষে, আজ নিজেরাও সামনের লাইনে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।