এসে গেল সামুর নতুন নোটিশ বোর্ড, সব সময় আপডেট পেতে "হা" করে থাকুন !!!
অনেকেই অনেক কথা বলতেছেন। কারো কথাতেতেই লাগাম নেই। হেন কারেগা টেন কারেগা ব্লা ব্লা .....
বলি কিছুই করতে পারবেন না। জানা আছে আমাদের, কে কি করতে পারেন !!! অতি উত্সাহী হয়ে যা বলছেন পরে সেটা গলার কাটা হবে.....
এই যেমন শেখ হাসিনা গত নির্বাচনের আগে বলেছিলেন ১০টাকা কেজি চাল খাওয়াবেন, সেটা তো পারেই নাই উল্টো সেই কথা ঢাকার জন্য আরো কিছু মিথ্যা কথা বলতে হইছে। এবার আবার বি এন পি নেতা কর্মীরা আরো কিছু হুদাই কথা বলতেছেন, তার কিছু নমুনা তুলে ধরি.....
পদ্মা সেতু তে বিশব্যাংকের অর্থায়ন:
বিশব্যাংক পদ্মা সেতু তে অর্থায়ন করবে না!!! কারণ বিশব্যাংকের দাবি আবুল হোসেন এর বিচার হওয়ার পর টাকা দেবে!!! কিন্তু সেটা সম্ভব না, কারণ বি এন পি যখন আবুলের বিচার করতে যাবে তখন আওয়ামী লিগ বলবে বিরোধী দলকে দমন নিপীড়ন করার জন্যই এ ধরনের মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়া হচ্ছে!!! আর হাজার হাজার লোকজন তখন সরকারের বিপক্ষে কথা বলতে শুরু করবে, কিছু বিপ্লবী ব্লগারের জন্ম হবে যারা দিন রাত সরকারের বিপক্ষে লিখে ঝড় তুলবে!!! এই করতে কপ্র্তে তিন বছর পার!!! তখন তারাই বলতে শুরু করবে, পদ্মা সেতু হবে অর্থায়নে!!!
বিসিএস এর কোঠা সংস্কার:
বি এন পি নেতারা এখন হয়তো বলছেন বিসিএস এর কোঠা সংস্কার করবেন, ক্ষমতায় গেলে তখন দেখা যাবে নিজের লেন্জা যাতে না বের হয় সেই ভয়ে বিসিএস এর কোঠা না কমিয়ে আরো বাড়িয়ে দিতে পারে!!!
যুদ্ধপরাধীদের মুক্তি:
জামাত-শিবিরের ছাগুদের দিবাস্বপ্ন বি এন পি ক্ষমতায় আসলে যুদ্ধপরাধের দায়ে আটক নেতারা মুক্তি পেয়ে যাবে!!! ছাগু গুলার সাহস কত, এইরকম ভাবে কিভাবে??? খুব বেশি হলে বি এন পি বিচার সচ্ছ করার চেষ্টা করতে পারে বা বিচার বন্ধ !!! এত বড় হিম্মত বি এন পি র আছে ???
হেফাজতের ১৩দফা:
আবার কিছু লোক ভাবছেন, বি এন পিআসলেই হেফাজতের ১৩দফা বাস্তবায়ন হবে!!! হা হা ম গে !!! ১৩দফার ১দফাও বাস্তবায়ন হবে না ইটা আমি হলপ করে বলতে পারি, উল্টা হেফাজত যাতে ঢাকায় না ঢুকতে পারে সে ব্যবস্থা বি এন পি করবে।
খুব বেশি হলে বি এন পি শেয়ার বাজার এর দুর্নীতি, ডেসটিনি, হলমার্ক নিয়ে বিচার হতে পারে।
এ ছাড়া আমাদের মত সাধারণ মানুষের আশা করার কিছুই নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।