আমাদের কথা খুঁজে নিন

   

অগোচরে...।

আমার চলার পথ এক অমীমাংসীত সমীকরণ ।। অগোচরে...। জোনাক জ্বলা চোখ ধাঁধান রাত, কানামাছি খেলে মেঘের আড়ালে চাঁদ; তারাদের মাঝে কানাকানি হয় তুমিহীনা বড্ড একা রাত, বালিশের কোণ ভিজে ছুপছুপ ক্লান্তি এসে ঘুম পাড়ায় রোজ। জমেছে জল বুকের ভিতর, রোদের অভাবে, পড়বে চুয়ে তোমার অভাবে । চায়ের কাপে ঠোঁট ছোয়ানো দিন শুরু হয় সাথে নিকোটিনের বীণ। অবাক যত্নে সামলে চলি ফুরিয়ে যাওয়ার ভয়ে ! ভাবলি কেমনে দুঃখ পাব খুব ? ! দুঃখ আমার নয় । ছুটে চলি পিচঢালা পথ রাস্তাগুলো এলোমেলো রোজ; মাঝে মাঝে এসে বৃষ্টি হানা দেয়! মুছে দিয়ে যায় সকল ধুলো। চকচকে পথে মন ছুটে যায় … ধুলো এসে বসে ফের শার্টের গায়! ছুটে চল তুমি আমার সাথে ,অগোচরে…। ......................................................................................................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.