এখন নয়।
৩৯ বছর আগে আমাদেরই পূর্বপুরুষদের অন্ধ ত্যাগের কারনে আজ আমরা স্বাধীনভাবে চলতে পারি, ভাবতে পারি, নিজের মত দিতে পারি। তারা তাদের কেউ নিজের সন্তানদের মুখের দিকে তাকিয়ে আবার কেউ নিজেদের অসহায়ত্বের দিকে তাকিয়ে জ্বলে উঠেছিল। তার ফল তাদের প্রায় কেউই ভোগ করতে পারে নি। এটাই মানবতা।
শুধু মাত্র নিজেরটা চিন্তা করলে মানুষ আর জানোয়ারের মাঝে কোনোই পার্থক্য থাকে না। আমরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে পারি বলেই মানুষ। আমরা ভবিষ্যতের জন্য করি বলেই মানুষ।
৩৯টা বষন্ত চলে গেল। এই ৩৯ বছরে আমরা যা করেছি তার কতটা মনুষ্যতের মাঝে পরে! জানি না।
আর জানতেও চাই না। পিছনে ফিরে তাকাতেও চাইনা। চাই এগিয়ে যেতে। আবার কি শুরু করা যায় না প্রথম থেকে। নিজের আর নিজের ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর কিছুই কি রেখে যেতে পারি না? যাতে আমারই সন্তান মাথা উচু করে বলতে পারে আমি বাংলার সন্তান।
আমরা সবাই হয়তো করি। কিন্তু শুধুই নিজের জন্য আর 'নিজের সন্তান' এর জন্য। কিন্তু আমরা কেউ কি একবারও ভেবে দেখেছি আমার সন্তান তো আমার দেশেরই হাজার 'সন্তান' এর মাঝে একজন। ভাতের হাড়িতে বেশীরভাগ ভাত পচে গেলে আমরা কিন্তু সেই হাড়ির ভাল ভাত গুলোকেও ফেলে দেই।
শুধু নিজের আর শুধ নিজের সন্তান এর জন্য 'করতে' গিয়ে হাজার সন্তান এর মেরুদন্ড-পা ভেঙ্গে দিলে যতই ভালো হোক আমার ছেলে/মেয়ে সবাই সেই পচা ভাতের হাড়ির মত সব ভাতই ফেলে দেয়।
৩৯ বছর পর আর একবার কি জেগে উঠতে পারি না আমাদের নিজেদেরকে মানুষ হিসাবে সবার কাছে পরিচয় দিতে। সুন্দর করে গোছাতে পারি না দেশটাকে! নিজের বাড়ির ঘর গুলোকে সুন্দর করে সাজাতে চেষ্টা করি আমরা সবাই-ই। কিন্তু এই সুন্দর বাড়ীটা যেই দেশের মাটিতে দাঁড়িয়ে আছে, আমাদেরই মাঝে কেউ কেউ সকলের অগচরে/সম্মুখে নষ্ট করে দিচ্ছে সব। আমরা কি পারি না তাদের বাধা দিতে। হয়তো পারি না।
কিন্তু নিজে তো ঠিক হতে পারি !! আর একবার কি প্রতিজ্ঞা করতে পারি না যে নিজে ভালো হব। একটা একটা করে হাজার 'আমি' ভালো হলে আপনা থেকেই ভালো হয়ে যাবে চারিদিক। আমরা কি পারি না নিজের দেশকে মন থেকে ভালোবাসতে! নিজের সংস্কৃতিকে ভালোবাসতে। নিজের যা আপণ তাকে আপন করে রাখতে! অন্ধ হয়ে যার পিছে ছুটে বেড়াই সারাটা যৌবন তার কতটা নিজের! আমি উত্তর চাই না। চাই নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করতে ।
কেউ জানবে না। কাউকে জানাতে হবে না। শুধু নিজের কাছে, নিজের বীবেকের কাছে প্রতিজ্ঞা করতে পারি না একা একাই। যে যা নিজের তাকে নিজের করেই রাখবো। আর সুন্দর করবো চারিদিককে; যতটুকু পারি।
দশজনের পেটে অন্যয় ভাবে লাথি মেরে নিজেকে দেখা সবার সামনে বড় দেখানোর অসুস্থ্য চেষ্টা করবো না।
৩৯ বছর পর বিজয় দিবসের এই শেষ লগ্ণে এসে কি একবার মন থেকে প্রতিজ্ঞা করতে পারি না নিজের কাছে?!!! যেই প্রতিজ্ঞা ধরে রাখার চেষ্টা করতে পারি ৪০তম বিজ়য় দিবসের প্রথম প্রহরের আগ পর্যন্ত!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।