ধানের সারি
মোঃমেহেদী হাসান মেহেদী
ধানের সারির সবুজ দেশে
ছোট্ট নদী ট্রেনের সুরে,
বাতাস দোলা খেজুর পাতায়
লাগল দোলা ধানের ছোঁয়ায়।
ধানের সারি সিঁড়ির মতন
থাকে ধাপে ধাপে দারুন,
বাতাস দোলায় সবুজের ঢেউ
কী যে মায়া কী এক শোভায়!
হাঁটতে গিয়ে লাগল দারুন!
গায়ে ছোঁয়া লাগিয়ে দিয়ে,
দুলছে সবুজ ধানের দোলা
বাতাসের আজ দারুন খেলা।
প্রান্তরের বাতাস
মোঃমেহেদীহাসান মেহেদী
গরমের বিকেলে তাতা মাটি আগুনে,
হয়ে আছে গরম প্রান্তর আকাশ।
সবুজ ধূসর নীলে ছাই রং এল,
হবে যে নতুন বৃষ্টি বুঝি এল।
বয়ে চলে প্রান্তরের বাতাস।
নিশ্চুপ চুপ চুপ ঝিরি ঝিরি।
লাগে দোলা ঝোপঝাড় কলমির ডালে
লাগে দারুন আমেজ বাতাসের সুখে
প্রান্তর সুবিশাল কেউ দেখা নেই,
শোনা গেল শব্দ হঠাৎ করেই।
হৈ হুট হুট গরুপাল চরে।
সামনে লাঠিপেটা রাখাল করে।
হঠাৎ কোথা থেকে এসে গেল যেন,
প্রান্তরের বাতাস মনোযোগ হরেছিল।
ওহ!কী দারুন প্রশান্তি এল।
ধীরে ধীরে যেন গরম গেল
মিষ্টি ঠান্ডা বাতাস এল।
লাগছে দারুন বসে মধুর বাতাস
একে বলি তবে প্রান্তরের বাতাস।
হিত সাধনে শুধু প্রেরিত হয়,
শরীরে লেগে শুধু শান্তি ছায়।
প্রান্তর প্রান্তর নিপুনভাবে,
এঁকে দিল কেউ যেন নতুনভাবে,
কী দারুন দেখতে সব ঝোপে দোলা!
শোঁ শোঁ শব্দ বুন গাছে দোলা।
যেন বাতাসের কথা বুনগাছ বলে,
দারুন নিপুন সুরে কানে পেলে বাজে।
বসেছ কী কভু কেউ বুন গাছ পাশে,
কী দারুন বাতাসের কথা বলে সে।
বড় সুন্দর দোলা দিয়ে যায়,
লাগবে বৃষ্টি সবুজে তাই চেয়ে যায়।
লাগছে হলুদাভ সবগাছগুলো,
আকাশে দারুন রং নীল ছেয়ে গেল।
দারুন পরিষ্কার এইটুকু জাগা,
ঝড়ের শব্দ বুনগাছে মায়া।
স্বর্গীয় আলো শুধূ এই টুকু জাগা।
ছোট্ট শিশু
মোঃমেহেদীহাসান মেহেদী
ছোট্ট শিশু দারুনভাবে
ঘুমিয়ে দারুন করে,
স্বপ্ন দেখে- আলোর,
লাল নীল পরি মিলে।
কী দারুন ঘুমের মাঝে,
মধুর হাসি দেয়!
ঘুরে ঘুরে দারুন করে
দারুন ভাবে শয়,
দারুন করে হাসি দিয়ে,
শুধু ঘুমিয়ে যায়।
কী দারুন দেখতে মধুর
শুয়ে থেকে দেয়,
হামাগুড়ি ঝুনঝুনি
সবই বেজে যায়।
উঠে সে দারুন চোখে
মধুর হাসি দেয়,
বাতাস লাগে মুখের উপর
দারুন বাতাস বয়।
চোখের উপর দারুন করে
পিট পিট পিট চায়,
দারুন করে মধুরভাবে
ছোট্ট শিশু চায়।
দারুন খেলা
মোঃমেহেদীহাসান মেহেদী
দারুন খেলা দারুন ভাবে
মাঠে বসেছে,
খেজুর পাতার ঘূর্ণি তবে
সবাই পেরেছে।
কাঁটায় করে খিলে করে
সবাই ছুটেছে,
দারুন ভাবে পাতার তৈরী
ঘূর্ণী ঘুরেছে।
দারুন ভাবে দারুন খেলা
সবাই খেলেছে,
দারুন ভাবে সবাই মিলে
সবাই খেলেছে।
মাঠে খেলা
মোঃমেহেদী হাসান মেহেদী
মাঠে খেলা সদলবলে
ছুট দিয়ে সব কাশের পানে,
কাশ ফুলে সব লাগছে দোলা
দে না ছুট কাশের দোলা।
ছুটল সবাই দৌড়ে গিয়ে
দিল পাড়ি মাঠের শেষে,
দারুন ভাবে লাগছে দোলা
দারুন মধুর আবহওয়া!
আমার ঠিক ছোট্ট বেলার
দৌড়ে দৌড়ে দারুন খেলা,
লাগছে দারুন আকাশ মাঝে
কী দারুন! এক দারুন জ্যোতি,
ছুটছে সবাই স্কুল শেষে।
বাতাস খেলায়
মোঃমেহেদী হাসান মেহেদী
বাতাস খেলায় উঠল মাতম
ধূলাবালির বৃষ্টি আগম।
রঙিন নতুন রঙিন ভাব
ধূলার ঝড়ে উঠল ধূলা,
আকাশ ছাওয়া,
শহর ছেয়ে গেল যে আজ,
দূলার বাতাস খেলায় সাজ।
ধূলা নয় কোথাও যেন ভাল করার
মিষ্টি রঙিন দারুন খেলার ভাব।
যাচ্ছে বাতাস বাতাস খেলায়,
আমরা কজন প্রশান্তিতে,
যাচ্ছি হেঁটে আনন্দে তায়।
যাচ্ছি যেন বাতাস খেলায়
দোল লাগিয়ে হৃদয় মাঝে,
নীলের দিকে নীলের মাঝে
যাচ্ছি দারুন প্রশান্তিতে।
লাগছে মায়া নদীর তটে
টান পড়েছে যেতে হবে,
উড়ছে ধূলা দারুন মতন
চলছে সবাই বাতাস খেলায়।
ছোট্ট কুয়াসা
মোঃমেহেদীহাসান মেহেদী
ছোট্ট দারুন দেখতে কচি
ছোট্ট কোলের কুয়াসা মামনি,
শুধূ কান্না আম্মু ছাড়া
হু হু কোল ছাড়া।
দেয় দারুন হামাগুড়ি
শিখছে হাঁটা এক পা করে,
হাঁটছে মাঝেই দারুন ভাবে
ছোট্ট সে মামনি।
সবাই চিনে কুয়াশা নামে
ছোট্ট শিশু দারুন হাঁটে,
খেলে বসে শুধূ শূধূ
দারুন ভাবে চায়।
ছোট্ট কুয়াশা সে দারুন ভাবে চায়
হেঁটে হেঁটে খেলে খেলে দারুন ভাবে চায়।
সবুজের খেলা
মোঃমেহেদী হাসান মেহেদী
ধূসর প্রান্তর জাগা সে চরে
সবুজের খেলা অবিরত চলে,
দুলছে বনের শোঁ শোঁ ডাক
চলছে ছুটে দারুন পুলক।
কিচির মিচির ডাকছে পাখি
ধূসর মাঝে সবুজ বাতি,
জ্বলছে যে আজ দারুন পুলক
গরমেরও বেহাল দশা।
হল বলে আকাশে মেঘ
জমছে দারুন ছাই রং আ রং,
পড়বে বুঝি অঝর ধারায়
ঝাউগাছে সব লাগছে দোলা
কিচির চিং গাইছে পাখি,
বইছে বাতাস হৃদয় ছোয়া,
কোনের কাছে একটি কুঁড়ে
জমছে সবুজ ছাই রং আ রং,
বৃষ্টি এল এল বলে
সবুজ রং এ বুলিয়ে দিয়ে।
ফিরছে পাখি ঝাঁকে ঝাঁকে,
সবুজের সে খেলার মাঝে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।