আমার সাথে থাকলেই আমাকে জানতে পারবেন। খুবই মর্মাহত ছিলাম ব্লগার রাজিব এর http://nuranichapa.wordpress.com/ এর লিখাগুলো পড়ে। মনের ভিতরে অনেক প্রশ্ন জাগল এসব অখাদ্য আমাদের একজন তরুন প্রতিনিধি লিখে কিভাবে? সবার সাথে অনেক আলোচনা হোল, যেহেতু লিখা গুলো একটা ওয়েবসাইট এ প্রকাশ করা হোল, এটা যদি কেউ উদ্দেশমূলক ভাবে পোস্ট করে থাকে কোনও না কোনও ভাবে তা বের করা যাবেই। সত্য কি তা বুঝার জন্য একটু ঘাঁটাঘাঁটি করলাম internet ... নূরানি চাপার পেজ টির source code দেখলাম, ওখানে দেখি http://www.quantcast.com/ এর একটি লিঙ্ক দেয়া আছে আর ওটা পেজ টিতে রাখা হয়েছিল কতজন ব্লগ টি visit করে তা count করার জন্য এবং সাইট টি বানানোর সময় তা ওখানে রাখা হয়েছিল।
quantcast হোল প্রথম সারির একটি traffic analytic company যারা একটি ওয়েবসাইট এর visit এর ব্যাপার টা analysis করে থাকে।
Click This Link
quantcast এ গিয়ে দেখা যায় সাইট টি ফেব্রুয়ারী র ১৫ তারিখ থেকেই দেখা যাচ্ছে এর তা হোল রাজিব হত্যার দিন, অথচ সাইট টির পোস্ট গুলো এক বছর আগের, নূরানি চাপা সাইট টার অস্তিত্ত ফেব্রুয়ারী র ১৫ তারিখ এর আগে ছিলই না। রাজিব হত্যার পরপরি সাইট টি রাজিব এর নামে বিকৃত কিছু পোস্ট দিয়ে online এ ছড়িয়ে দেয়া হোল, জাতে সাধারণ মানুষ রাজিব এর লিখা পড়তে গেলে এই পোস্ট গুলো পায়।
নূরানি চাপা সাইট টি wordpress.com এর একটি subdomain এ রাখা। এখানে যে কেউই একটি পুরনো তারিখ এ নতুন একটি পোস্ট publish করতে পারে এবং এই ক্ষেত্রে তাই করা হয়েছে।
রাজিব হত্যার উদ্দেশ্য এখন আমাদের কাছে পরিস্কার।
খেয়াল করে দেখেন কোন তারিখ থেকে ভিজিটররা ঐ ব্লগ ভিজিট করা শুরু করেছেন।
জয় বাংলা - জামাতিরা নিপাত যাক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।