আমাদের কথা খুঁজে নিন

   

সচিত্র সহীয় নূরানী লুঙ্গি পরিধান কর্মশালা

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।

আপনি কি একজন পুরুষ ? আপনি কি লুঙ্গি পড়ে নিজেকে বুদ্ধিজীবি প্রমান করতে চান ? আপনার লুঙ্গির এক অংশ হাঁটুর উপর আরেক অংশ কি গোড়ালির নীচে অবস্থান করে ? কিংবা রাতে পড়েছিলেন কোমরে, আর সকালে উঠে দেথেন লুঙ্গি চলে গেছে মাথায় ? যারা ঠিকমত লুঙ্গি পরিধান করতে পারেন না বলে লজ্জায় শশুর বাড়ি পর্যন্ত যাওয়া ছেড়ে দিয়েছেন, সেই ভাইকে আমার ওপেন চ্যালেঞ্জ। একবার এই সহীয় নূরানী লুঙ্গি পরিধান কর্মসূচীতে চোখ রাখুন। তাহলেই বুঝতে পারবেন এই পোস্টের আশ্চর্য জাদুকরী ক্ষমতা। [কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই ] পদ্ধতি সমূহ প্রথমে একটা লুঙ্গি বাঁছাই করুন।

লুঙ্গিটি অবশ্যই সেলাই করা এবং শুকনো হলে ভাল হয়। লুঙ্গিটিকে মাথার উপর দিয়ে কিংবা পায়ের নীচ দিয়ে শরীরে প্রবেশ করান। (লুঙ্গির ভিতর দিয়ে অন্দর মহলে উঁকি দেয়া বাধ্যবাধক নহে। ) এবার লুঙ্গির অগ্রভাগ হতে দুইটি প্রান্ত নির্বাচন করুন। এবং প্রান্ত দুটিকে সমান্তরাল ভাবে নিয়ে আসুন।

দুইহাতে ধরে রাখা দুটি প্রান্তকে সমানভাবে ধরে লুঙ্গির সম্মুখভাগে কুঁচি তৈরি করুন। এবার লুঙ্গির এক প্রান্ত সিলেক্ট করে নাভীর নীচে পেস্ট করুন। এবার অন্যহাতের প্রান্তটা একইভাবে নাভীর নীচে এনে লিংক আকারে যোগ করুন। সাবাশ ! এইতো আপনি পেরে গ্যাছেন নান্দনিক ভাবে লুঙ্গি পরিধান করতে। আপনিই বলুন লুঙ্গি পড়া কি কোন কঠিন কাজ ? এখন আপনার লুঙ্গি খানা পরিবেশন করুন।

অর্থাত আপনি আপনার বউকে দেখান। লুঙ্গি বিষয়ক আপনার আর কিছু জানার আগ্রহ থাকলে http://www.lungiporina.net এ জানাতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.