যার চোখ ভালবেসে পৃথিবীকে চম্বন করতে ভুলে যায়
আসুক ঝঞ্ঝা আগামীতে, পথ
হোক শত বন্ধুর।
দিচ্ছি না কয়লা, দিচ্ছি না গ্যাস
দিচ্ছি না বন্দর।
অন্য কাহারো জীবন জমি
আমরা তো ভাই কাড়ছি না।
অন্য কাহারো পাকা ধানে মই
আমরা তো ভাই দিচ্ছি না।
আইন আদালত ন্যায় দিক তবে
কিছু চাহি নে কো আর।
প্রার্থনা নয়, স্বাধীন দেশের
ন্যুনতম অধিকার।
পরোয়া করি না চোখ রাঙানী
রাজার রক্ত চক্ষুর।
দিচ্ছি না কয়লা, দিচ্ছি না গ্যাস
দিচ্ছি না বন্দর।
সবাই আজ এক স্বরে বলে
দিচ্ছি না বন্দর।
দিচ্ছি না কয়লা, দিচ্ছি না গ্যাস
দিচ্ছি না বন্দর।
আসুক ঝঞ্ঝা আগামীতে পথ
হোক শত বন্ধুর।
দিচ্ছি না কয়লা, দিচ্ছি না গ্যাস
দিচ্ছি না বন্দর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।