আমাদের কথা খুঁজে নিন

   

অভিশাপ দিচ্ছি

আমি খুব ভীতু মনের এক মানুষ। মনুষের সাহস দেখলেই আশ্চর্য হই। চারপাশে বড়সড় কোন ঘটনার আভাস পেলেই ভয়ে লুকিয়ে পড়ি সবার আড়ালে। আর তখনই লুকানো অনেক কিছুই দেখতে পাই স্পষ্ট। আর সেই পরিপ্রেক্ষিতের কাহিনীটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করাটাই আমার একমাত্র দু:সাহস।

না, আমি আসিনি রুপকথার কোন ডাইনী চরিত্র হয়ে, গলায় মৃত মানুষের খুলির মালা পরা কোন জাদুকরও নই, তবু আজ আমি এই তপ্ত দুপুরে শাহবাগে দাঁড়িয়ে ঘৃণিত মনে অভিশাপ দিচ্ছি। আমাদের আশায় ভরা বুকে যারা নিরাশার ভয়ানক বর্জ্য দিয়েছে ঢেলে, আমাদের সত্য মেধাবীদের ললাটে যারা অবহেলার ছুরি চালিয়েছে নির্দ্বিধায়, উল্লাসে যারা উদ্ভট অসামন্জস্য কোটা প্রথার সৃষ্টি করেছে একেবারেই অযথা, চরম বৈষম্যের যারা এটাকে বংশ থেকে বংশান্তরে বৃদ্ধি করেছে ভীষণ স্পর্ধায় কিংবা সমর্থন করেছে আকন্ঠ, যুক্তিহীন তর্কে, দাপটে, আমি অভিশাপ দিচ্ছি কুকুরের চেয়েও অধিক পা চাটায় অভ্যস্থ ওই সব জন্তুদের। তপ্ত রদ্দুরে ওদের এসির ভিতর রেখে দু ঘন্ট রাস্তা আটকিয়ে স্লোগান দিলেই সব চুকেবুকে যাবে আমি তা মানি না। বাংলাদেশের প্রশাসনকে যারা অজস্র অনুগামি দিয়ে ভরিয়ে রাখতে চায়; লাখো লাখো মেধাবীর বৃদ্ধ বাবা-মায়ের আশার চোখে যারা থুতু ছিটায় অবলীলায় আমি তো তাদের জন্যে শুধু মৌখিক স্লোগানই যথেষ্ট মনে করি না। আমাকে বাধ্য করোছ যারা যোগ্যতা সত্ত্বেও বেকারের সাইনবোর্ড কপালে লাগাতে বৃদ্ধ বাবা-মার নিরন্তর তাগাদায় নিরুত্তর থাকতে, অভিশাপ দিচ্ছি, আমি সেই সব গুঁয়োরদের অভিশাপ দিচ্ছি ওদের দুইকানে জাহান্নামের গলিত সীসা ঢেলে পরুক যে কানে পৌছায়না লাখো কন্ঠের রোদন; অভিশাপ দিচ্ছি ওদের জিহ্বায় ফোঁসকা পরুক, ভীষণ দূর্ঘন্ধের যা- অন্যায়ভাবে, অযৌক্তিক কোটার কথা বলে।

অভিশাপ দিচ্ছি ওদের বংশধররাও একদিন নূন্যতম চাকরী চাইবে ব্যাকুল কিন্তু তাদের যোগ্যতাই হবে তখন বৈরী অভিশাপ দিচ্ছি ওদের বাকি জীবনটা কাটবে ক্ষমা প্রার্থনায় দ্বারে দ্বারে ঘুরবে ওরা। প্রেতায়ীত সেই সব মুখের ওপর ঘৃণায় বন্ধ হয়ে যাবে দেশের প্রতিটি কপাট, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি………….. বি:দ্র: ইহা কবি শামসুর রাহমানের “অভিশাপ দিচ্ছি” কবিতায় অবলম্বনে লিখিত একটি প্যারোডি মাত্র। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।