আমরা শহীদদের জন্য দোয়া করি। তবে দোয়াটা ভিন্ন ভাবে করা হয়, সেটা হল ফুল দিয়ে।পথে আসার সময় অনেক ক্ষুদার্থ মানুষ শুয়ে থাকতে দেখা যায় তাদের দিকে ফিরে তাকানোর সময় হয় না আমাদের। এখন বড় কথা হল,আজ ২১শে ফেব্রুয়ারী, আমাদের ফুল কিনতে হবে,পূঁজা দিতে হবে,সব চেয়ে বড় ব্যপার লোক দেখাতে হবে। যেন শহীদদের যুদ্ধ করাটা মহা অন্যয় হয়েছে। যার ফলে দান না করে ফুল নিয়ে যাই তাদের জন্য। দোয়া যদি শান্তি বয়ে না আনে তাদের জন্য, তাহলে কি লাভ? তাহলে কি আমরা হিন্দুদের মত পূঁজা করছি ফুল দিয়ে। আল্লাহ্ রহ্মত কি করে আসবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।