বুধবার দুপুরে যখন আহার খেতে বেরিয়েছি তখনই দেখলাম বাইরে হঠাৎ বেড়ে গেছে নিরাপত্তা। এরপরই জেনে যাই , মুম্বাই সিরিজ বোমা আক্রান্ত।
একধরনের যুদ্ধ চলছে সেখানে।
বুধবার নিউইয়র্ক ছিল উৎসবের আমেজে। থ্যাংকসগিভিং ইভনিং।
২৭ নভেম্বর বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে।
http://en.wikipedia.org/wiki/Thanksgiving
তাই সবাই ব্যস্ত সেই আয়োজনে। এমন সময় এই চরম দু:সংবাদ কাঁপিয়ে
তোলে পুরো দুনিয়াকে।
বিকেলে যখন বাড়ি ফেরার জন্য সাবওয়েতে চড়বো , তখন দেখলাম একধরনের রেড এলার্ট পুরো মধ্য ম্যানহাটান জুড়ে।
থমকে গেছে জনজীবন।
কারা এই হামলা কারী ? কি চায় তারা ? খবর বেরিয়েছে , তারা নাকি বৃটিশ-আমেরিকান নাগরিকদেরকে খুঁজেছে। ডেকান মুজাহিদীন নামের এইসব পশুরা কি জানে না , বোমা মেরে মানবজীবনের অগ্রযাত্রাকে থামানো যায় না ।
মনমোহন সিংহ বলেছেন , এই হামলায় বিদেশীদের হাত থাকতে পারে।
হাত যারই থাক না কেন , এই কালো হাত ভেঙে দিতেই হবে।
ধিক্কার দিচ্ছি , আবারও ধিক্কার দিচ্ছি - সেসব বর্বর খুনীদের প্রতি , যারা
মুম্বাইয়ের রাজপথ করেছে রক্তাক্ত।
হত্যা করেছে শতাধিক সরলপ্রাণ মানুষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।