আমাদের কথা খুঁজে নিন

   

খোলা জায়গাতে ফ্লেক্সিলোড করার ব্যপারে সচেতন হউন



ফ্লেক্সিলোড করার ক্ষেত্রে নুতন ধান্ধাবাজি শুরু হয়েছে। আমি আজ কাটাবন মসজিদের নিচের কম্পিউটারের দোকানগুলোর সামনে টুল পেতে বসা ফ্লেক্সিলোডের দোকানে খাতায় আমার নাম্বার লিখে ৫০ টাকা দিয়ে চলে আসি। এরপরে একঘন্টার মধ্যেও আমার টাকা না আসলে আমি আবার খোজ নিতে যাই। তারা বলে টাকা পাঠিয়ে দিয়েছে। এর পর আমাকে খাতা বের করে দেখালো টাকা পাঠানো হয়েছে।

আমার নাম্বার হচ্ছে ০১৭১৭৫৮৫২৬২। তারা শেষের ডিজিটটি ২ পরিবর্তন করে ৩ লিখে রেখেছে। স্পষ্টতই বোঝা যাচ্ছিলো সংখ্যাটি পরিবর্তন করা হয়েছে। আমি যখন বললাম যে নাম্বারটি পরিবর্তন করা হয়েছে। কিন্তু তারা অস্বীকার করলো।

পরে আমি বাসায় এসে ঐ নাম্বারে কল দিতে চাইলে দেখলাম Number not in use লেখা আসছে। তার মানে ঐ নাম্বারে টাকা পাঠানো সম্ভব নয়। যাই হোক কাল সকালে গিয়ে হারামজাদাকে ধরবো। আর গ্রামীনেও এ ব্যপারে অভিযোগ করতে হবে। আমি শাহবাগেই থাকি তাই আমার টাকা আদায় করার পাশাপাশি ওকে একটা শিক্ষাও দিতে পারবো।

তবে সবাই এসব খোলা দোকান থেকে ফ্লেক্সিলোড করার ব্যপারে সচেতন হউন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।