বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ আজ ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করছে। এই জাহাজে রয়েছে চারটি সুইমিংপুল, ভলিবল, বাস্কেটবল ও টেনিস কোর্ট। রয়েছে তরুণদের জন্য থিম পার্ক, বাচ্চাদের জন্য নার্সারি। থাকছে চারদিকে গ্যালারিবেস্টিত সুবিশাল মাঠ আর বরফবেস্টিত মাঠ।
ওইসিস অব সিজ নামের জাহাজটিতে রয়েছে ১৬টি ডেক, যার সামনে থেকে পেছনের দৈর্ঘ্য ৩৬০ মিটার।
এতে রয়েছে দুই হাজার ৭০০টি কেবিন। প্রায় ছয় হাজার যাত্রী এবং দুই হাজার ১০০ ক্রু-এর থাকার জায়গা থাকছে জাহাজে। জাহাজের বরফমাঠে গ্যালারিতে রয়েছে ৭৮০টি আসন। রয়েছে ছোট আকারের একটি গলফ কোর্স।
রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল থেকে অনুমোদন পাওয়া এই জাহাজটি নির্মাণে প্রায় ১০০ কোটি ইউরো খরচ হয়েছে।
ফিনল্যান্ডের তুরকু এলাকার ‘এসটিএক্স ফিনল্যান্ড ওয়াই শিপইয়ার্ড’ আড়াই বছর ধরে নির্মাণ করে বিশ্বের সর্ববৃহত্ জাহাজটি। ওইসিস অব সিজ ২১ দিনের সমুদ্রযাত্রা শেষে আগামী ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পোর্ট এভারগ্লেডসে পৌঁছাবে। এবিসি-এর ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে প্রচার করা হবে এই জাহাজের ফ্লোরিডা আগমনের দৃশ্য।
১০ দিন পর আনুষ্ঠানিকভাবে জাহাজটির নামকরণ করা হবে। ১ ডিসেম্বর জাহাজটি প্রথমবারের মতো যাত্রী নিয়ে চারদিনের সমুদ্রযাত্রায় হাইতির লাবাদি বন্দরে যাবে।
আজ ওইসিস অব সিজ ফিনল্যান্ড ত্যাগ করছে। কাল রোববার বাল্টিক সাগর থেকে পার হয়ে যাওয়ার কথা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।