ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
সুরে সুরে ডাকি তোমা
তুমিতো আসোনা,
হাসি কাঁদি ঘুরি ফিরি
ভালোতো বাসো না।
তোমারে ছাড়া যে মোর
ভালো আর লাগে না,
সুখ সুখ মনেতে প্রেম
কখনও জাগে না।
তোমারি মাঝে মোর
সুখ আছে লুকিয়ে,
তুমিহীনা এ হৃদয়
মরে কাঠ শুকিয়ে।
এ জীবনে তোমাকে
কখনও পাবো না,
ওপারেই যাবো এবার
এপারে আর রবো না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।